দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের (South Indian Actor) মধ্যে একজন হলেন রাম চরণ (Ram Charan)। অস্কারজয়ী ‘আরআরআর’ ছবিতে অভিনয়ের পর এখন সারা বিশ্ব জুড়ে তাঁর খ্যাতি হয়ে গিয়েছে। বিশেষত মহিলামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন চিরঞ্জীবীর ছেলে। তবে রাম চরণের মন জুড়ে রয়েছেন শুধু একজনই। তিনি হলেন তাঁর স্ত্রী উপাসনা কামিনেনী (Upasana Kamineni)।
‘আরআরআর’ তারকা এমন একজন অভিনেতা যার সঙ্গে বহু নায়িকার নাম জড়িয়েছে। বলিউড ছবি ‘জঞ্জির’এ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। শোনা গিয়েছিল, ‘দেশি গার্ল’র সঙ্গে প্রেম করছেন অভিনেতা। তবে সেসব গুঞ্জনে জল ঢেলে আজও স্ত্রী উপাসনার সঙ্গেই সুখে সংসার করছেন। বিয়ের ১২ বছর পর সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে।
১৯৮৫ সালে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ঘরে জন্মগ্রহণ করেন রাম চরণ। ২০০৭ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। তবে অভিনয় জগতে পা রাখার আগে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলেন চিরঞ্জীবীর ছেলে। সেখানে গিয়েই উপাসনার সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর।
খুব কম সময়ের মধ্যেই ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন রাম চরণ এবং উপাসনা। শোনা যায়, তাঁরা এমন বন্ধু ছিলেন যে সবসময় তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তবে একে অপরকে ছাড়া এক মুহূর্তও চলতো না তাঁদের। যদিও রাম চরণ কিংবা উপাসনা কেউই প্রেম (Love Story) করার কথা ভাবেনি।
যদিও তাঁদের মনে এসব কিছু না থাকলেও, তাঁদের ভাগ্যে এটাই লেখা ছিল। শোনা যায়, এস এস রাজামৌলীর ‘মগধীরা’ ছবির শ্যুটিং করতে রাম চরণ যখন বিদেশ গিয়েছিলেন তখন নিজের অনুভূতির কথা বুঝতে পারেন উপাসনা। অপরদিকে একই জিনিস হয় অভিনেতার সঙ্গেও। ‘মগধীরা’ রিলিজের পরেই প্রেম পর্ব শুরু হয় তাঁদের।
বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে এনগেজমেন্ট সারেন রাম চরণ এবং উপাসনা। বাগদানের ৭ মাসের মাথায় রাজকীয়ভাবে সাত পাক ঘোরেন দু’জনে। ২০১২ সাল থেকে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন রাম চরণ এবং উপাসনা। শীঘ্রই তাঁদের সংসারে আসতে চলেছে খুদে সদস্য। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁরা।