• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীরাম থেকে সোজা গ্যাংস্টার! ফের অ্যাকশন মোড অন ‘বাহুবলী’ প্রভাসের, প্রকাশ্যে ‘সালার’র টিজার

Published on:

South Indian actor Prabhas starrer Salaar teaser is out now

‘আদিপুরুষ’র ব্যর্থতার পর সাউথ সুপারস্টার প্রভাসের (Prabhas) অনুরাগীরা ‘সালার’র (Salaar) অপেক্ষায় বসে আছেন। মেগা বাজেট এই ছবির হাত ধরেই ‘বাহুবলী’র ভাগ্য বদলাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির টিজার (Salaar Teaser)। ছবিতে প্রভাসের অ্যাকশন অবতার দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছেন দর্শকরা।

‘বাহুবলী’ সুপারহিট হওয়ার পর রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে যান প্রভাস। তবে এরপর থেকে অভিনেতার আর কোনও ছবিই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। অনেকে ভেবেছিলেন, ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’র হাত ধরে হয়তো সাফল্যের মুখ দেখবেন দক্ষিণী অভিনেতা। কিন্তু সেই সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে এবার ‘সালার’র ধামাকেদার টিজার দেখে এই ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন প্রভাস অনুরাগীরা।

Salaar, Salaar teaser

প্রভাসের শেষ কয়েকটি সিনেমায় তাঁকে রোম্যান্টিক অবতারে দেখেছেন দর্শকরা। দীর্ঘ সময় হয়ে গেল অভিনেতাকে অ্যাকশন অবতারে দেখা যায়নি। তবে ‘সালার’এ ফের অ্যাকশন মোডে দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। আসন্ন এই সিনেমার ‘পাওয়ার প্যাকড’ টিজার ঝড় তুলেছে দর্শকমহলে।

‘সালার’র টিজারে তরোয়াল, বন্দুক হাতে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা গিয়েছে প্রভাসকে। পাশাপাশি দেখা মিলেছে বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ এবং পৃথ্বীরাজ সুকুমারণের। প্রভাসের মুখ পরিষ্কার দেখা না গেলেও অভিনেতাকে এই ছবিতে যে একেবারে অন্য লুকে দেখা যাবে তা বেশ বুঝেছেন দর্শকরা।

Prabhas and Tinu Anand, Salaar teaser, Salaar

‘সালার’র টিজারে ছবির গল্প নিয়ে বিশেষ খোলসা করেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। মৃত্যুশয্যায় থাকা এক বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য কীভাবে একজন গ্যাংস্টার গোটা একটা ক্রিমিনাল গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামে সেটাই দেখানো হবে সিনেমায়। পাশাপাশি শোনা যাচ্ছে, ব্লকবাস্টার সাউথ সিনেমা ‘কেজিএফ’র সঙ্গেও যোগসূত্র থাকতে পারে প্রভাসের এই ছবির।

প্রসঙ্গত, ‘বাহুবলী’ প্রভাসের এই সিনেমা পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন টিনু আনন্দ, পৃথ্বীরাজ সুকুমারণ, শ্রুতি হাসান এবং জগপতি বাবু। আগামী ২৮ সেপ্টেম্বর হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল, কন্নড় ভাষায় রিলিজ করবে ‘সালার’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥