• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই সুপারহিট ‘আদিপুরুষ’, পরমানন্দে বিয়ে নিয়ে ‘বড় ঘোষণা’ করলেন পর্দার ‘রাম’ প্রভাস!

Published on:

South Indian actor Prabhas opens up about marriage amid dating rumours with Kriti Sanon

গত কয়েক মাস ধরে বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল প্রভাস (Prabhas) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) প্রেম করছেন। শুধু তাই নয়, তাঁদের প্রেম কাহিনী কীভাবে শুরু হয়েছিল ফাঁস হয়েছিল সেই খবরও। তবে কৃতি কিংবা প্রভাস এতদিন পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। তবে এবার বিয়ে (Marriage) নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন সাউথ সুপারস্টার।

কৃতি এবং প্রভাস একসঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করেছেন। ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি এই ছবিতে শ্রীরাম এবং মাতা সীতার চরিত্রে দেখা যাবে দুই তারকাকে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। এই মুহূর্তে জোরকদমে চলছে ছবির প্রচার। সেখানেই নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খোলেন ‘বাহুবলী’ অভিনেতা।

Prabhas, Prabhas marriage, Prabhas on marriage

শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’র শ্যুটিং করতে গিয়েই মন দেওয়া নেওয়া হয়েছিল প্রভাস এবং কৃতির। প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যেত তাঁদের। এরপর গত বছর ‘কফি উইথ করণ’এর একটি রাউন্ডে প্রভাসকেই প্রথম ফোন করেছিলেন কৃতি। তখনই সবার মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি কিছু চলছে দুই তারকার মধ্যে? এরপর বরুণ ধাওয়ান কায়দা করে তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে ফাঁস করে দেন।

কৃতি যদিও তখন বলেছিলেন, প্রভাসের সঙ্গে তিনি প্রেম করছেন না। তবে এরপর ছবির প্রচারে একাধিকবার নজর কাড়ে তাঁদের রসায়ন। এবার প্রভাস নিজেই বিয়ে নিয়ে কথা বলায় ফের তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।

Prabhas and Kriti Sanon engagement, Prabhas and Kriti Sanon, Prabhas marriage

সম্প্রতি ‘আদিপুরুষ’র প্রচারে গিয়ে বিয়ে নিয়ে কথা বলেন দক্ষিণী অভিনেতা। প্রভাস বলেন, কোনও না কোনও দিন আমি বিয়ে করব। আর যখন করব তখন তিরুপতি মন্দিরে (Tirupati Temple) গিয়ে করব। বিয়ে করার কথা বললেও পাত্রী কৃতি কিনা তা নিয়ে কিন্তু মুখ খোলেননি প্রভাস। আর তাতেই অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে।

প্রসঙ্গত, কৃতির সঙ্গে নাম জড়ানোর আগে দক্ষিণী সুন্দরী অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন শোনা যেত। পর্দার বাহুবলী দেবসেনাকেই মন দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়ে বহু সংবাদমাধ্যমে। তবে এখন সর্বত্র শুধু কৃতি-প্রভাসকে নিয়েই চর্চা। সত্যিই কি তাঁরা প্রেম করছেন? এখনও অবশ্য জানা যায়নি সেকথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥