সাউথ সুপারস্টার (South Indian Actor) কমল হাসান (Kamal Haasan) এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র দুর্দান্ত অভিনেতা নন, একজন দারুণ পরিচালক, প্রযোজক, গায়ক এবং গীতিকারও। দক্ষিণের এই নামী অভিনেতা বলিউডেও অত্যন্ত পরিচিত মুখ। নিজের প্রতিভার মাধ্যমে সমৃদ্ধ করেছেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তবে কমলের কাজ নিয়েই শুধু নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক চর্চা হয়। সাউথের এই অভিনেতার জীবনে একাধিকবার প্রেম এসেছে, বহুবার পরকীয়াতেও জড়িয়েছেন তিনি। তবে আজ ৬৮ বছর বয়সে এসে একাকী জীবন কাটাচ্ছেন কমল। আজকের প্রতিবেদনে তাঁর চর্চিত লাভ লাইফ (Love Life) এবং প্রেমিকাদের একটু ফিরে দেখা যাক।
শ্রীবিদ্যা (Sividya) : কেরিয়ারের শুরুতে কমলের নাম জড়িয়েছিলেন অভিনেত্রী শ্রীবিদ্যার সঙ্গে। ‘অপূর্ব রঙ্গগল’ সহ একাধিক সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। শোনা যেত, পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন তাঁরা। তবে হঠাৎ একদিন শোনা যায়, কমলকে ছেড়ে সহকারী পরিচালক জর্জ থমাসকে বিয়ে করেছেন অভিনেত্রী। ২০০৬ সালে শ্রীবিদ্যা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন কমল। শোনা যায়, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালম ছবি ‘থিরক্কথা’ কমল এবং শ্রীবিদ্যার প্রেম কাহিনী নিয়েই তৈরি হয়েছিল।
বাণী গণপতি (Vani Ganapathy) : শ্রীবিদ্যার সঙ্গে প্রেম ভাঙার পর বাণী গণপতির সঙ্গে সম্পর্কে জড়ান কমল। ভালোবেসে বিয়েও করেন দু’জনে। একসঙ্গে সুখে সংসার করছিলেন তাঁরা। তবে তাঁদের সুখের সংসারে ভাঙন ধরান অভিনেত্রী সারিকা। স্ত্রীকে ছেড়ে সারিকার সঙ্গে প্রেম সম্পর্কে জড়ান কমল। স্বামীর পরকীয়ার খবর কানে আসতেই ১০ বছরের বিয়ে ভেঙে দেন বাণী।
সারিকা (Sarika) : প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সারিকার সঙ্গে থাকতে শুরু করেছিলেন কমল। বিয়ের আগেই জন্ম হয় তাঁদের দুই কন্যা শ্রুতি এবং অক্ষরার। এরপর ১৯৮৮ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু অভিনেতার জীবনে সিমরন বাগ্গা প্রবেশ করতেই ঝড় ওঠে তাঁদের সংসারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্বামীর পরকীয়ার খবর জানতে পেরে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সারিকা। এমনকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ২০০৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন কমল এবং সারিকা।
সিমরন বাগ্গা (Simran Bagga) : কমল এবং সিমরনকে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। দু’জনের মধ্যে ২২ বছরের বয়সের ফারাক থাকলেও দর্শকদের বেশ পছন্দ ছিল তাঁদের জুটি। যদিও তাঁদের সেই সম্পর্ক বেশিদিন চলেনি। কিছু সময় একসঙ্গে থাকার পরেই বিচ্ছেদ হয়ে যায় কমল এবং সিমরনের।
গৌতমী (Gautami) : সিমরনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই গৌতমীর সঙ্গে প্রেম শুরু হয় কমলের। একসঙ্গে লিভ-ইনে থাকতে শুরু করেন তাঁরা। প্রায় এক দশক একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা।
জীবনে একাধিকবার প্রেম এলেও দুর্ভাগ্যবশত কমলের কোনও সম্পর্কই টেকেনি। আজ ৬৮ বছর বয়সে এসে একাকী দিন কাটাচ্ছেন এই সাউথ সুপারস্টার। কাজ এবং দুই মেয়েকে ঘিরেই আবর্তিত হয় তাঁর জীবন।