• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঝুকেগা নহি’ অতীত, কথায় কথায় ‘পুষ্পা ২’র প্রথম হাইভোল্টেজ ডায়লগ ফাঁস করলেন আল্লু অর্জুন

Published on:

South Indian actor Allu Arjun leaks a dialogue from Pushpa 2

দীর্ঘ অপেক্ষার পর আগামী বছর বড়পর্দায় রিলিজ করতে চলেছে সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) আগামী ছবি ‘পুষ্পা ২’ (Pushpa 2)। এই কারণে এই ছবির জন্যই লাইমলাইটে রয়েছেন তিনি। সিনেমার পোস্টারে অভিনেতার প্রথম লুক দেখার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। আর এবার সেই উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল সিনেমার প্রথম সংলাপ (Dialogue)।

‘পুষ্পা ২’র প্রথম লুকে নীল শাড়ি পরে দেখা গিয়েছিল আল্লুকে। কপালে টিপ, নাকে নথ পরে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন অভিনেতা। এরপর থেকে স্বাভাবিকভাবেই ‘পুষ্পা’র সিক্যুয়েল ঘিরে দর্শকদের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়েছে। এসবের মাঝেই এবার সিনেমার প্রথম সংলাপ ফাঁস করলেন আল্লু অর্জুন।

Allu Arjun Pushpa 2, Pushpa 2 dialogue

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গিয়েছিলেন আল্লু। সেখানেই নিজের আগামী ছবি ‘পুষ্পা ২’র একটি সংলাপ বলেন অভিনেতা। অভিনেতা সেই ইভেন্টে গিয়ে বলেন, ‘আমি এখানে ‘পুষ্পা ২’ নিয়ে কথা বলতে আসিনি। কিন্তু তা সত্ত্বেও সিনেমার একটি লাইন বলা থেকে আমি নিজেকে আটকাতে পারছি না’।

এরপরেই ‘পুষ্পা’র সিক্যুয়েলের একটি হাইভোল্টেজ সংলাপ বলে শোনান আল্লু। তেলেগু ভাষায় একেবারে দমদার ভঙ্গিতে ‘পুষ্পা ২’র একটি ডায়লগ বলেন অভিনেতা। সেই সংলাপের বাংলা তর্জমা করতে দাঁড়ায়, ‘এখানে সবকিছু একটা নিয়মের ওপরেই চলে। আর সেটা হল পুষ্পার রুল’।

Allu Arjun Pushpa 2, Pushpa 2 dialogue

শোনা যাচ্ছে, ‘পুষ্পা’য় যেমন ‘ঝুকেগা নহি’ প্রধান সংলাপ ছিল, তেমনই ‘পুষ্পা ২’তে এটি প্রধান সংলাপ হতে চলেছে। আল্লুর মুখ থেকে এই ডায়লগ শোনার পর স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। সেই সঙ্গেই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Rishi (@rishi__memes_)


‘পুষ্পা’র মতোই ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলকে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ছবিতে থাকতে পারেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী বছর মে মাসে রিলিজ করবে এই সিনেমা। তবে রিলিজ ডেট এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥