• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ ডাক্তার তো কেউ স্কুলের গন্ডিও পেরোয়নি, রইল দক্ষিণের তারকাদের শিক্ষাগত যোগ্যতা

Published on:

Allu Arjun Samantha Ruth Prabhu Educational Qualification

বলিউডের (Bollywood) পাশাপাশি দিনে দিনে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (South Indian Film Industry) চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। এমনিতেই হিন্দি ডাবিং করা দক্ষিণী সিনেমা দেখতে একপ্রকার অভ্যস্ত বাঙালি দর্শকেরা। তাই শাহরুখ খান, সালমান খান ও আমির খানের পাশাপাশি আল্লু অর্জুন, ধনুষ, প্রভাস এর মত তারকারা বেশ জনপ্রিয় গোটা ভারতেই। তবে সিনেমায় সুপারহিট হলেও বাস্তবে কার পড়াশোনার দৌড় (Educational Qualification) কত অবধি!  আজ এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি বংট্রেন্ডে

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যাঁরা খুব একটা পড়াশোনা করেন নি। অথচ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। অন্যদিকে বেশ কিছু এমন তারকারাও রয়েছেন যারা বেশ উচ্চ শিক্ষিত। এমনটাই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। কিছু তারকার কাছে ডাক্তারি ডিগ্রি পর্যন্ত রয়েছে। তো কিছু জনের আবার স্কুলের গণ্ডিটাও পেরোনো হয়ে ওঠেনি। চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণী তারকাদের শিক্ষাগত যোগ্যতা।

ধনুষ (Dhanush)

ধনুষ,Dhanush,বিজয় দেবেরাকোন্ডা,Vijay Debrakonda,আল্লু অর্জুন,Allu Arjun,সামান্থা প্রভু,Samantha Prabhu,সাই পল্লবী,Sai Pallavi,তামান্না ভাটিয়া,Tamanna Bhatia,জুনিয়ার এনটিআর,Junior NTR,South Indian Stars Educational Qualification,দক্ষিণী তারকাদের পড়াশোনা,Educational Qualification of South Stars,Bollywood Gossip

দক্ষিণী অভিনেতা ধনুষকে সকলেই চেনেন। দক্ষিণী ইন্ডাস্ট্রি তো বটেই বলিউডেও অভিনয় করেছেন অভিনেতা। নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন। কিন্তু পড়াশোনার দিক থেকে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে ধনুষ। অভিনেতা দশম শ্রেণী পর্যন্ত পড়েই স্কুল ছেড়ে দেন। বাবা কস্তুরী রাজা পরিচালক হওয়ায় অভিনয়ে চলে আসেন। অবশ্য পরে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিস্টেন্সে স্নাতক হয়েছেন ধনুষ।

বিজয় দেবেরাকোন্ডা (Vijay Debrakonda)

Vijay Devarnakonda

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, ‘অর্জুন রেড্ডি’ ছবির জন্য ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। একপ্রকার দক্ষিণের ‘কবীর সিং’ পেশায় ডাক্তার হলেও বাস্তবে বিকম গ্রাজুয়েট করেই পড়াশোনা শেষ হয় অভিনেতার।

আল্লু অর্জুন (Allu Arjun)

ধনুষ,Dhanush,বিজয় দেবেরাকোন্ডা,Vijay Debrakonda,আল্লু অর্জুন,Allu Arjun,সামান্থা প্রভু,Samantha Prabhu,সাই পল্লবী,Sai Pallavi,তামান্না ভাটিয়া,Tamanna Bhatia,জুনিয়ার এনটিআর,Junior NTR,South Indian Stars Educational Qualification,দক্ষিণী তারকাদের পড়াশোনা,Educational Qualification of South Stars,Bollywood Gossip

সুপারস্টার আল্লু অর্জুন নিজের স্টাইল থেকে অ্যাকশনের জন্য বেশ বিখ্যাত। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যবসা সম্পর্কেও বেশ ভালো ধারণা আছে অভিনেতার। হায়দ্রাবাদের এম এস আর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক করেছেন আল্লু অর্জুন।

সামান্থা প্রভু (Samantha Prabhu)

ধনুষ,Dhanush,বিজয় দেবেরাকোন্ডা,Vijay Debrakonda,আল্লু অর্জুন,Allu Arjun,সামান্থা প্রভু,Samantha Prabhu,সাই পল্লবী,Sai Pallavi,তামান্না ভাটিয়া,Tamanna Bhatia,জুনিয়ার এনটিআর,Junior NTR,South Indian Stars Educational Qualification,দক্ষিণী তারকাদের পড়াশোনা,Educational Qualification of South Stars,Bollywood Gossip

‘পুষ্পা’ ছবিতে আইটেম ডান্স ‘ঊ আনতাওয়া’  গানের নাচের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সামান্থা। সুন্দরী ও দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিলেন অভিনেত্রী। সামান্থা ডিস্টিংশন শ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পেয়েছেন।

সাই পল্লবী (Sai Pallavi)

ধনুষ,Dhanush,বিজয় দেবেরাকোন্ডা,Vijay Debrakonda,আল্লু অর্জুন,Allu Arjun,সামান্থা প্রভু,Samantha Prabhu,সাই পল্লবী,Sai Pallavi,তামান্না ভাটিয়া,Tamanna Bhatia,জুনিয়ার এনটিআর,Junior NTR,South Indian Stars Educational Qualification,দক্ষিণী তারকাদের পড়াশোনা,Educational Qualification of South Stars,Bollywood Gossip

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম সাই পল্লবী। ২০১৫ তে অভিনয়ে পা রেখেছিলেন অভিনেত্রী। সাথে চলছিল ইউরোপের জর্জিয়াতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা। ২০১৬ সালে নিজের পড়া শেষ করেন অভিনেত্রী।

তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)

Tamanna Bhatiya

দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে এস জনপ্রিয় তামান্না ভাটিয়া। অভিনেত্রী ১৩ বছর বয়সেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তাও আবার মুখ্য চরিত্রে। তামান্না মুম্বাইয়ের ন্যাশনাল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী।

জুনিয়ার এনটিআর (Junior NTR)

RRR Junior NTR

অভিনেতা হিসাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটিয়ারের পৌত্র জুনিয়ার এনটিআর। তবে দুর্দান্ত অভিনয় করলেও পড়াশোনার দিকে খুব একটা সফল নন অভিনেতা। জানা যায় খুব বেশি পড়াশোনা হয়নি অভিনেতা। স্কুলের পড়াশোনাতেই থেমে গিয়েছেন। কলেজ পর্যন্ত এগোয়নি পড়াশোনা। স্কুল ছেড়ে  কুচিপুড়ি নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন তারপর অভিনয় আসেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥