• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিতারকাদের কপালে চিন্তার ভাঁজ! সিনেমা হলে ভাগ বসাতে আসছে দক্ষিণী ছবি হিন্দি ভার্শন

সিনেমাপ্রেমীদের কাছে প্রতিনিয়ত বলিউডের মত দক্ষিণী ছবিগুলি (South Indian Films) বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে নতুন গল্প বা সুপারহিট সিনেমার সংখ্যা আগের থেকে বেশ কিছুটা কমেছে। অন্যদিকে একের পর এক ব্লকবাস্টার ছবি রিলিজ করে শুধুই দক্ষিণ ভারত নয় বরং বলিউড থেকে শুরু করে গোটা পৃথিবীতে ভালোই ব্যবসা করছে দক্ষিণী ছবিগুলি। তাই একপ্রকার বলা যেতেই পারে বলিউডে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাব অদূর ভবিষ্যতে ভালোই পড়তে চলেছে।

দক্ষিণী ছবির এই রমরমা খুব একটা বেশি দিন আগে শুরু হয়নি। ২০১৫ সালে বাহুবলি ছবিটি রিলিজ হয়।  ছবিতেই একাধিক ভাষায় প্যান ইন্ডিয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল। বিশেষত হিন্দিতে অর্থাৎ বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। বলিউডের বিগ বাজেট ছবির মত বক্স অফিস কালেকশন তুলতে সফল হয়। এরপর একে একে রোবট, কাওয়ালি, কেজিএফ, জয়ভীম আর সম্প্রতি পুষ্পা ছবি সুপারহিট হয়েছে।

   

Prabhas, Bahubali

আর আগামী দিনে এই ছবির পরিমাণ আরও বেশ বাড়তে চলছে। কারণ দক্ষিণ ভারতের কাহিনীর ওপর তৈরী এই ছবি বলিউডের দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্য। তাই আগামী দিনের ‘রঙ্গস্থলম’, থালাপতি বিজয়ের ‘মার্শাল’, ‘মাস্টার’, ‘মনগরম’ এর মত একাধিক ছবি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও রিলিজ হতে চলেছে।

RRR Might break Bahubali Record

কিন্তু এতে বলিউডের ক্ষতি কোথায়? কেনই বা বলিউড ইন্ডাস্ট্রি চিন্তায় পড়তে পারে দক্ষিণী ইন্ডাস্ট্রির হিন্দি ডাবিংয়ের কারণে! এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বলিউডের কিছু ছবির মধ্যেই। যারা সিনেমা প্রেমী তারা বেশ ভালো করেই জানেন দক্ষিণী ছবির স্বত্ব কিনে সেটা হিন্দিতে রিমেক করে রিলিজ করা হয়। অর্থাৎ একই গল্প শুধু বলিউডের স্টারদের দিয়ে তৈরী করা হয়। তাতেই সিনেমা হিট হয়ে যায়।

Bollywood Industry,Bollywood Gossip,Flim Critic,South Indian Films,South indian films hindi dubbing,Hindi Dubbed Movies,হিন্দি ডাবিং ছবি,বলিউড,দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি,পুষ্পা,বাহুবলি,Pushpa,Bahulabi

কিন্তু এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি নির্মাতারা সেটা আর চাইছেন না। এর উদাহরণ স্বরূপ কিছুদিন আগে বিজয় সেতুপতির ছবি হিন্দি রিমেক বানাতে ছবির স্বত্ব কিনতে চেয়েছিলেন সলমন খান। কিন্তু নির্মাতারা তাতে রাজি নয়। বরং তারা নিজেই সেই ছবি হিন্দিতে রিলিজের ব্যবস্থা করছেন। এর ফলেই ফিল্ম সমালোচকেরা মনে করছেন বলিউডের দুঃসময় আসতে চলেছে।

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রির দুঃসময় মানে কিন্তু শুধু সিনেমা অন্য বরং অভিনেতাদের ক্ষেত্রেও সঙ্কট হতে পারে। কারণ যদি দক্ষিণী তারকারা বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে বলিতারকাদের জনপ্রিয়তা কমতে পারে। এই কারণেই হয়তো আজকাল দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের দুই ইন্ডাষ্ট্রিতেই দেখা যাচ্ছে।