• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য বিয়ে হয়েছে গদাধরের! এবার সপরিবারে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন রানী রাসমণির রামকৃষ্ণ

জি বাংলার (zee bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’ (Rani rashmoni) । বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালটি বেশ জনপ্রিয়। সিরিয়ালে ‘রানী রাসমণি’ গল্প দেখানো হয়, গল্পে রয়েছেন পরমহংস দেব শ্রী রামকৃষ্ণ। বিগত কয়েক বছর ধরে সন্ধ্যে হলেই ঘরে ঘরে বেজে ওঠে ‘করুণাময়ী রানী রাসমণি’। সিরিয়ালে গদাধর তথা রামকৃষ্ণর চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহার (Sourav saha) ।

সৌরভ সাহা Sourav Saha

   

সিরিয়ালে অভিনেতার অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। সিরিয়ালে অভিনয়ের জেরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সৌরভ। যদিও এটা তাঁর প্রথম সিরিয়াল নয়। এর আগে বামাখ্যাপা সিরিয়ালেও অভিনয় করেছেন সৌরভ। তবে, রানী রাসমণি সিরিয়ালে অভিনয় যে খুব সহজ ছিল তা কিন্তু নয়। গদাধরের মত চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে কঠোর চেষ্টা ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে।

সৌরভ সাহা Sourav Saha

এখন অবশ্য সৌরভ নিজেকে একেবারে তৈরী করে ফেলেছেন গদাধর তথা রামকৃষ্ণের চরিত্রে। এর জন্য যোগ্য মর্যাদা ও সন্মানও পেয়েছেন। সাথে অসংখ্য বাঙালি দর্শকদের হৃদয়ে নিজের নাম তুলতে পেরেছেন। সিরিয়ালে তার অভিনয় যেন আলাদা মাত্রা  নিয়ে আসে গোটা গল্পে। এখন অবশ্য গল্পে গদাধরকে নিয়ে কিছুটা স্পেশাল এপিসোড চলছে বলা যেতে পারে।

সৌরভ সাহা Sourav Saha

আসলে সিরিয়ালে সৌরভ অর্থাৎ গদাধরের বিয়ে হয়েছে মা সারদা দেবীর সাথে। আর বিয়ের পর্বের নানান দৃশ্য দারুন মনে ধরছে দর্শকদের। সাথে অনেকেই সিরিয়ালের কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে যা ব্যাপক জনপ্রিয় ও ভাইরাল হচ্ছে। সব মিলিয়ে গদাধর চরিত্রে সৌরভ সাহা একদম পারফেক্ট ফিট।

সৌরভ সাহা Sourav Saha

তবে শুধুই যে কর্মজীবন তা কিন্তু একেবারেই নয়। কাজের পাশাপাশি নিজের পরিবারকেও সময় দেন সৌরভ। গত বছর ডিসেম্বরে বিবাহ জীবনের তৃতীয় বর্ষ ও ছেলের তিন বছরের জন্মদিন সেলেব্রেটি করেছিলেন অভিনেতা। স্ত্রীকে সাথে নিয়ে ছোটোখাটো পার্টির আয়োজন করেছিলেন বাড়িতেই। আর সেই পার্টির ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল হয়ে  পড়েছিল।

সৌরভ সাহা Sourav Saha

সম্প্রতি, কাজের থেকে বিরতি নিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে পাহাড়ে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। পাহাড়ে ঘুরতে গিয়ে আর ঘুরতে গিয়ে ম্যাংগো ট্যাগোর হাউসেও ঘুরে এসেছেন সপরিবারে। সাথে ছবিও তুলেছেন, সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সৌরভ সাহার শেয়ার করা সেই ছবি এখন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

সৌরভ সাহা Sourav Saha

site