বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় সিরিয়াল প্রযোজকদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে টেকনিশিয়ান ফেডারেশনের। একদিনে দর্শকদের নতুন পর্ব দেখানোর উদ্দেশ্যে চ্যানেল কর্তৃপক্ষ ও পরিচালকরা চাইছেন ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে সিরিয়াল চালু রাখতে। অন্যদিকে ফেডারেশনের মতে এটা ঠিক নয়, একাংশের কাজ চালু থাকবে বাকিরা রোজগার হীন হয়ে বসে থাকবে এটা মেনে নেওয়া যায়না। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রানী রাসমণি (Rani Rashmoni) সিরিয়ালের ‘গদাধর’ অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)।
অভিনেতার মতে, ‘ভালোবাসি তাই অভিনয় করি। এই কথাটা যেমন ঠিক তেমনই শুধুমাত্র ভালোবাসা নয় বরং পেশায় পরিণত হয়েছে অভিনয়। অভিনয়ের কারণেই উপার্জন করে খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনিন্দিন প্রয়োজন মেটাতে পারি। এটা শুধু আমি বলে নয় অভিনয় জগতের সাথে জড়িয়ে থাকা অসংখ্য শিল্পাদের বাস্তব কাহিনী। এখন কঠিন পরিস্থিতে ভগবান যদি আমাদের শিল্পকে চালিয়ে যাবার বিকল্পের সন্ধান দেন সেই পথে কি আমরা যাতে পারি না?’
সকলের কথা ভাবতে গিয়ে প্রতিহিংসা শুরু হচ্ছে ! কেউ কাজ করতে না পারলে বাকিদেরও কাজ করতে দেওয়া হবে না এমন মনোভাব কেন? এই সময় যেখানে কিভাবে ইন্ডাস্ট্রিকে অভিনয় শিল্পকে বাঁচিয়ে রেখে কাজ চালিয়ে যাওয়া যায় সেটা ভাবনা হবার কথা তখন এই সমস্ত ভাবনা কেন? কাজ চালু থাকলে তবেই শিল্প চালু থাকবে। তাছাড়া কাজ করতে পারবো অথচ কিছু মানুষ করতে পারবে না বলে করবো না এটা তো হতে পারে না!
ফেডারেশন হোক বা আর্টিস্ট ফোরাম কারোরই বিরুদ্ধে নন অভিনেতা তবে শিল্পের পক্ষে রয়েছেন তিনি। সকলকেই একই ছাতার তলায় মনে করেছেন তিনি। তার মতে এই সমস্যার সমাধান সকলে মাইল খুঁজতে হবে। কারণ দর্শকরা যদি নিজেদের সিরিয়াল দেখার অভ্যাসটাই ছেড়ে ফেলেন তাহলে ফেডারেশন যাদের জন্য আজ বিরোধিতা করছে তাদের অনেককেই কাজ দেওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। এমনকি অভিনয় শিল্পীদেরও গুরুত্ব কমে যাবে।
সরকার যখন লকডাউন করেছে তখন সকলের ভ্যালির কথা চিন্তা করেই করেছে। কিছু বিধিনিষেধ চালু করা হয়েছে, যার ফলে কিছু লোক মুশকিলে পরে গিয়েছেন টেবিল এমনটা তো নয় যে সব বন্ধ করে দিতে হবে। একটা উপায় কাজ না করলে বিকল্প উপায়ে কাজ চালাতে হবে এটাই তো হওয়া উচিত। তাছাড়া দর্শকদের কোথাও তো ভাবা উচিত। অনেকেরই খাওয়া দাওয়া চিকিৎসার খরচ করার সামর্থ্য নেই। সেখানে যারা টিভিতে বা অন্যান্য মাধ্যমে টাকা খরচ করে আমাদের দেখতে চান তাদের প্রতিও তো দায়বদ্ধ আমরা। তাদের বিনোদনের চাহিদা মেটানোর দায়িত্ব তো আমাদেরই।
ইতিমধ্যেই বেশ কিছু সিরিয়ালে বাড়ি থেকে শুটিং চালু হয়েছে। কিন্তু রানী রাশমনিতে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন অভিনেতা সৌরভ সাহা। তার সিরিয়ালের প্রেক্ষাপট বাড়ি থেকে শুট করা সম্ভব নয়। সুতরাং অভিনেতা নিজের কথা ভেবে যে কথাগুলি বলেননি সেটা বোঝাই যাচ্ছে। সৌরভ সাহার মতে, যে কথাগুলি তিনি বলেছেন সেগুলো একজন শিল্পী হিসাবে সময় অভিনেতা অভিনেত্রীদের তরফেই বলেছেন তিনি। দর্শকদের হারাতে চান না অভিনেতা। পাশাপাশি মহামারীকালে দর্শকদেরকেও সাবধান ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।