ক্রিকেটের ময়দানে দাদাগিরি দেখানোর পর এখন টেলিভিশনের মঞ্চেও জমিয়ে ব্যাটিং করছেন প্রিন্স অফ ক্যালকাটা অর্থাৎ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সদ্য জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সিজন ১০ (Dadagiri Season 10)। এই রিয়ালিটি শোয়ের হাত ধরেই আরও একবার টেলিভিশনের পর্দায় মহারাজের দাদাগিরি দেখছেন আপামর বাঙালি।
বাংলার গন্ডি ছাড়িয়ে সারা ভারত তথা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দাদার অগণিত ফ্যান ফলোয়িং। তাঁকে একবার চোখের সামনে থেকে দেখার স্বপ্ন বহু মানুষের। দাদাগিরির হাত ধরে সেই স্বপ্ন ইতিমধ্যেই পূরণ হয়েছে বহু মানুষের। তবে সবার থেকে একেবারে আলাদা হলেন সৌরভ গাঙ্গুলীর এক একনিষ্ঠ অনুরাগী দেবাশীষ বাগ। পেশায় তিনি একজন ট্যাক্সি চালক।
তার হলুদ ট্যাক্সিতে বড় বড় করে লেখা দাদাগিরি। সেই ট্যাক্সি দাপিয়ে বেড়াচ্ছে শহর কলকাতার বিভিন্ন রাজপথ থেকে অলিগলি সর্বত্র। তবে তার এই উদ্যোগ কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা দাদাগিরি নির্মাতাদের নয়। সম্পূর্ণটাই দেবাশীষ বাবুর নিজের। হলুদ ট্যাক্সিটিকে রং তুলি দিয়ে সাজিয়ে নিজের জীবনের আদর্শ সৌরভ গাঙ্গুলীকে উৎসর্গ করেছেন এই অনুরাগী।
দাদাগিরি লিখে হলুদ ট্যাক্সিকে সাজিয়ে তোলার পাশাপাশি নজর কেড়েছে দেবাশীষ বাবুর এই হলুদ ট্যাক্সির নামটাও। জানা যাচ্ছে এই অভিনব ট্যাক্সির তিনি নাম দিয়েছেন ‘হলুদ যুবরাজ’। দেবাশীষ বাবুর কথায় তিনি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর একনিষ্ঠ ভক্ত। ছোট থেকে তিনিও স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। কিন্তু পরিবারের দায়িত্ব আর আর্থিক অনটন তার সেই স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
কিন্তু জীবনের প্রত্যেক পরিস্থিতিতেই তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আশা, সাহস আর সংকল্পের প্রতীক সৌরভ গাঙ্গুলী। দেবাশীষ বাগের কথায় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি নিজের ট্যাক্সিকে এভাবে সাজিয়েছেন। শুধু তাই নয় হলুদ যুবরাজ ট্যাক্সিতে তনি বাজান দাদাগিরির গানটিও।
তার ট্যাক্সিতে ওঠা যাত্রীদের যাত্রাকে স্মরণীয় করে তুলতে তাদের প্রত্যেককে জলের বোতল দিয়ে স্বাগত জানান দেবাশীষ বাবু। পুজোর সময়ও ম্যাডক্স থেকে শুরু করে বিভিন্ন মন্ডপে ঘুরে বেড়িয়েছে এই অভিনব হলুদ যুবরাজ।