বাঙালির কাছে স্পর্ধার আর এক নাম হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। একসময় বেহালার এই কামব্যাক কিংয়ের হাত ধরেই মাথা উঁচু করে স্বপ্ন দেখার সাহস পেয়েছিল গোটা বাঙালি জাতি।তিনি ছিলেন বলেই গোটা বাঙালি আজ নিজের শিরদাঁড়া শক্ত রেখে গোটা বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।তাই আট থেকে আশি আপামর বাঙালির কাছেই অনুপ্রেরণার কথাটার আর এক নাম হলেন সৌরভ গাঙ্গুলী।
ক্রিকেটের ময়দানে একসময় দাপিয়ে বেড়াতেন বাংলার মহারাজ। আজও তিনি ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। ক্রিকেটের ময়দানে অনেকদিন আগেই ব্যাটে বলে সেঞ্চুরি থেকে হাফ সেঞ্চুরি করেছেন প্রিন্স অফ কলকাতা। আর গতকাল অর্থাৎ ৮ জুলাই ছিল বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের জন্মদিদন। ২২ গজের ময়দানের পর এদিন জীবনের ইনিংসেও হাফ সেঞ্চুরি করে ৫০ ছুঁয়েছেন সকলের প্রিয় দাদা।
আর তাই এবারের জন্মদিনটা অন্যান্যবারের তুলনায় একটু স্পেশাল ছিল মহারাজের কাছে। সাধারণত প্রতি বছর কলকাতার বেহালার বাড়িতে অত্যন্ত ঘরোয়াভাবে জন্মদিন পালন করে থাকেন প্রিয় দাদা। কিন্তু এবছর স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) এবং কন্যা সানা গাঙ্গুলীর (Sana Ganguly) সাথে লন্ডনে রয়েছেন সৌরভ। সেখানে আগে থেকেই একের পর এক প্রাক বার্থডে সেলেব্রেশনে মেতে ওঠেন মহারাজ।
আর এবছর তাঁর বার্থডে আরও বেশি স্পেশাল করে দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর স্বয়ং সচীন তেন্ডুলকর। দুদিন আগে প্রিয় দাদিকে তার লন্ডনের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন সচীন। ডিনার টেবিলে পাশাপাশি বসে চুমুক দিয়েছিলেন ওয়াইনের গ্লাসে। সেই ছবি ভাইরাল হয় নিমেষে। এদিন মহারাজের বার্থডে সেলিব্রেট করতে লন্ডনেই হাজির ছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এছাড়াও দেখা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ, এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাকেও।
তবে ৫০ এর গন্ডি ছুঁয়েও বয়স যে একটা সংখ্যা মাত্র এদিন সেকথাই ফের প্রমান করে দিলেন সৌরভ। পঞ্চাশের জন্মদিনে সৌরভ যে একেবারেই অন্যমেজাজে ছিলেন তা বোঝা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভাইরাল ভিডিও দেখে। শতদ্রু দত্তের শেয়ার করা ওই ফেসবুক ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যরাতে লন্ডনের রাস্তায় লন্ডন আইয়ের সামনে একেবারে মনের আনন্দে নাচছেন ‘দাদা’। তাঁর এই অদেখা রূপ দেখে আপ্লুত নেটপাড়া।