• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠুন অতীত! ছোটপর্দায় আবারও হবে ‘দাদাগিরি’ ফিরছেন সৌরভ গাঙ্গুলী

Sourav Gaguly’s Dadagiri starting soon: বাংলা বিনোদন জগতে ইদানিং বাংলা সিরিয়ালের পাশাপাশিই বাড়ছে নন ফিকশন রিয়েলিটি শোগুলিও  জনপ্রিয়তা। জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এমনই একটি নাচের রিয়েলিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। এই শোয়ের অন্যতম মূল আকর্ষণ হলেন মিঠুন চক্রবর্তী।তবে এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই ডান্স বাংলা ডান্স এর জায়গা নিয়ে জি বাংলার পর্দায় আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ‘দাদাগিরি’ (Dadagiri)

প্রসঙ্গত বাংলা টেলিভিশনের দর্শকদের একটা বড় অংশ প্রত্যেক বছরই অপেক্ষায় থাকেন সৌরভ গাঙ্গুলীর দাদাগিরির। আট থেকে আশি সকলেই এই মজার গেম শোতে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় থাকেন সারা বছর। অবশেষে দাদাগিরি ভক্তদের জন্য আসছে এক বিরাট সুখবর। সব অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে সকলের প্রিয় শো ‘দাদাগিরি আনলিমিটেড’।

   

জি বাংলা,Zee Bangla,সৌরভ গাঙ্গুলি,Sourav Ganguly,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দাদাগিরি,Dadagiri,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance

টেলিপাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরই জি বাংলার পর্দায় শেষ হতে চলেছে ডান্স বাংলা ডান্সের চলতি মরশুম।  পরিবর্তে সেই জায়গা নিতে চলেছে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি। তবে টিভির পর্দায় দাদাগিরি দেখার জন্য ভক্তদের এখনও অপেক্ষা করতে হবে পুজো অব্দি।

দাদাগিরি সিজন ১০-দেখার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের। ঠিক কবে থেকে সম্প্রচারিত হবে দাদাগিরির নতুন সিজন? তা জানতে সম্প্রতি জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার (ইস্ট প্রোগ্রামিং) সম্রাট ঘোষেরসাথে যোগাযোগ করা হয়েছিল।

Dadagiri

জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন ‘পুজোর কাছাকাছি সময়ে আসবে ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালক রূপে। আগের ফরম্যাটেই এবারের শো হওয়ার কথা রয়েছে।’ মজার এই গেম শোতে সাধারন মানুষ থেকে সেলিব্রেটি অংশগ্রহণ করতে পারে প্রত্যেকেই।

প্রত্যেক বছররের মতো আসন্ন সিজনেও বয়সের কোনো সীমা থাকবে  এই রিয়ালিটি শোতে। তবে শুরু থেকেই এই রিয়েলিটি শোটিকে এক আলাদা মাত্রা দিয়ে এসেছেন বাঙালির গর্ব তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।