কার্যত ঝড় বয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) উপর দিয়ে। মাত্র একমাসের মধ্যেই দুই দুইবার হাসপাতালে ভর্তি হতে হয় মহারাজাকে।
প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর ৬ দিনের মাথায় ছুটি মিলেছিল সৌরভের। এর কিছুদিনের মধ্যেই ফের হার্টের মৃদু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির পর ৫ দিনের মাথায় ছুটি মিলল দাদার। তবে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে (BCCI)।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমবারে সৌরভের হৃদধমনীতে তিনটি ব্লকেজ ধরা পরে।তবে সেই সময় অস্ত্রপোচার করে প্রাথমিক ভাবে সমস্যার সমাধান করা হলেও এই মাসের শেষেই ফের হার্টের মৃদু সমস্যা দেখা যায় সৌরভের। এদিকে প্রথমবার অ্যাঞ্জিওপ্লাস্টিতে সৌরভের হার্টে একটি সেন্ট বসানো হয়। এরপর বেশ কিছু দিন বেশ ভালোই ছিলেন মহারাজা।
তারপর বেশ কিছুদিন বেশ সুস্থই ছিলেন মহারাজ। পরবর্তীতে গত বুধবার আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তারপরেই দ্রুত তাকে শহরের একটি বেসরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফের তার ব্লকেজ ধরা পড়লে অ্যাঞ্জিওপ্লাস্টিতে সেন্ট বসানো হয় বলে খবর। তবে অপারেশনের পর থেকে তিনি স্থিতিশীল ছিলেন বলেই জানান চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা দেড়েক ধরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভের। তারপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন সৌরভ। অবশেষে ৫ দিনের মাথায় মিলল ছুটি। তবে বাড়িতে আপাতত বিশ্রামে থাকবেন সৌরভ। তাঁকে পর্যবেক্ষণেও রাখবেন চিকিৎসকরা। খেতে হবে কড়া ডোজের ওষুধ। এমনকী রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত গুণমান বজায় রাখার, কোলেস্টেরলের ওষুধ খেতে হবে সৌরভকে। এমনটাই জানাচ্ছেন সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারেরা।