• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট থেকেই শুরু দাদাগিরি, লুকিয়ে ডোনার সাথে প্রেম, বাবার থেকে ব্যাট দিয়ে মার খেয়েছিলেন সৌরভ!

Published on:

Dadagiri,Sourav Ganguly,Dona Ganguly,Sourav Dona Love Story,Sourav Ganguly Love Story,সৌরভ গাঙ্গুলি,ডোনা গাঙ্গুলি,সৌরভের প্রেমকাহিনী,বাবার হাতে মার খেয়েছিলেন সৌরভ,ব্যাট দিয়ে মার খেয়েছিলেন দাদা,দাদাগিরি

টেলিভিশনের পর্দায় বিনোদনের জন্য একাধিক সিরিয়াল থাকলেও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়। আর জি বাংলার ‘দাদাগিরি’ (Dadagiri) তো একেবারে সুপারহিট। কারণ এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। অনেকের মতেই দাদা আছে বলেই শোয়ের নাম দাদাগিরি। তবে কথাটা খুব একটা মিথ্যে বলা যায় না, কারণ ছোট বেলায় স্ত্রী ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) সাথে একপ্রকার দাদাগিরি করেই প্রেম করতেছিলেন দাদা।

৯০ এর দশকের কলকাতাতেও দিব্যি প্রেম করেছিলেন দাদা। সৌরভ-ডোনার প্রেম কাহিনী (Sourav Dona Love Story) নিয়ে চর্চা দীর্ঘদিনের। অনেকের তাঁদের দাম্পত্য জীবনে পদার্পনের ইতিহাসও নাকি হার মানাবে রূপকথার গল্পকেও। চাইলে তাদের প্রেমকাহিনী নিয়েই তৈরী করে নেওয়া যায় আস্ত সিনেমা। কেন বললাম একথা? কারণ অনেক ছোট থেকেই একেঅপরকে ভালোবাসতেন দুজনে।

Dadagiri,Sourav Ganguly,Dona Ganguly,Sourav Dona Love Story,Sourav Ganguly Love Story,সৌরভ গাঙ্গুলি,ডোনা গাঙ্গুলি,সৌরভের প্রেমকাহিনী,বাবার হাতে মার খেয়েছিলেন সৌরভ,ব্যাট দিয়ে মার খেয়েছিলেন দাদা,দাদাগিরি

বাড়ির কাছেই ছিল স্ত্রী ডোনার বাড়ি, যাকে বলে ‘মেরে সামনে ওয়ালি খিড়কি’ এর মত ব্যাপার। ডোনার পরিবারের সাথে অধায় কাচঁকলায় ছিল দাদার বাড়ির সম্পর্ক। সেখানে সেই পরিবারের মেয়ের সাথেই প্রেম। একসময় প্রেম করার  জন্য বাবার কাছে মারও খেয়েছিলেন তিনি। দাদাগিরির মঞ্চেই ছোটবেলার স্মৃতি শেয়ার করেচেন খোদ সৌরভ গাঙ্গুলি।

Sourav-Ganguly-Dadagiri

রবিবারের দাদাগিরির পর্বে নিজেই প্রেম করার জেরে বাবার কাছে মার খাওয়ার কথা জানিয়েছেন। এদিন স্বাগতা বসু ছাড়াও এসেছিলেন সৌমিত্র রায়, মধুমন্তি মৈত্র, চৈতালি দাশগুপ্তদের মত ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানেই কথার মাঝে অভিনেত্রী স্বাগতা জানান, সৌরভের বোন ববি তাদের বলেছিল, ‘জেঠু মহারাজদাকে ব্যাট দিয়ে মেরেছিল’।

এই কথা শুনে সকলেই কিছুটা হলেও চমকে গিয়েছিল। এরপর দাদাকে জিজ্ঞাসা করা হয় কেন মার্ খেতে হয়েছিল তাকে? উত্তরে জানা যায় লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন ডোনা ও সৌরভ। সেই প্রেমের কথা জানতে পেরেই বাবার থেকে মার জুটেছিল মহারাজের। দাদা বলেন, ‘কি আর করব বাড়িতে ঢুকতে দিত না যে!’

অর্থাৎ বুঝতেই পারছেন আশা করি, দাদাকেও প্রেম করে মার খেতে হয়েছিল। প্রসঙ্গত, বলে রাখা ভালো দেখতে দেখতে শেষ হতে চলেছে দাদাগিরি। ইতিমধ্যেই জানা গিয়েছে দাদাগিরির শেষ পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে দাদাগিরি সিজেন ৯। কারণ সারেগামাপা এর নতুন সিজেনের প্রোমোও দেখা গিয়েছে ইতিমধ্যেই

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥