বাংলার আইকন তিনি, ক্রিকেটের ‘মহারাজা’, আর আমাদের সবার প্রিয় ‘দাদা’ তিনি। তিনি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সারা বিশ্বের কাছে আজও বাঙালি কলার তোলে সৌরভ গাঙ্গুলির নামেই। বিশ্বের তাবড়-তাবড় স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে বল বাইরে পাঠিয়েছেন তিনি। অধিনায়ক থাকাকালীন ২১টি টেস্ট ম্যাচ ও ৭৬টি ODI জিতিয়েছিলেন তিনি। এছাড়াও ২০০২ সালের বিখ্যাত ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছিলেন ইংল্যান্ডে। একই বছর শ্রীলংকার সাথে চ্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলেন।
ক্রিকেটের দুনিয়ার মহারাজ আজ BCCI প্রেসিডেন্ট। তবে জানেন কি কতটাকা আয় করেন সৌরভ গাঙ্গুলি? বা তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত? আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি আপনাদের কাছে। সৌরভ গাঙ্গুলি শুধুই যে BCCI প্রেসিডেন্ট তা কিন্তু নয়! প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি টেলিভিশনের যে জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো দাদাগিরি এর সঞ্চালক। তাছাড়া বিজ্ঞাপনেও তার দেখা মেলে। আর এই সব মিলিয়েই কয়েকশো কোটির মালিক সৌরভ গাঙ্গুলি।
যেমনটা জানা যায় সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা। এমনকী প্রতিমাসে সৌরভ গাঙ্গুলির আয় কোটি টাকার বেশি। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) এর সভাপতি ছিলেন তিনি। এরপর ২০১৯ সালের অক্টবর মাসে BCCI প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই থেকে আজও BCCI প্রেসিডেন্ট তিনি। জানলে অবাক হবেন এই পদে থাকার জন্য মাইনে বাবদ ২ কোটি টাকা পান সৌরভ গাঙ্গুলি প্রতিমাসে। অর্থাৎ বাৎসরিক বেতন ২৪ কোটি টাকা।
এছাড়াও জি বাংলার দাদাগিরি এর সঞ্চালক হিসাবেও মোটা টাকা পারিশ্রমিক তো রয়েছেই। আর টিভির পর্দায় নানা বিজ্ঞাপনে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়, এগুলিকে বলা হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট। caknowledge.co এর মতে অজন্তা জুতো, My11 Circle, টাটা টেটলি গ্রীন টি এর মত বিজ্ঞাপনী চুক্তির দৌলতে বছরে ১ কোটি টাকারও বেশি আয় করেন সৌরভ গাঙ্গুলি।
সুতরাং বুঝতেই পারছেন, ক্রিকেটার হিসাবে ব্যাপক খ্যাতি পাওয়ার পাশাপাশি সম্পত্তির দিক থেকেও কোনো অংশে কম নন সৌরভ গাঙ্গুলি। এছাড়াও অভিনয়টাও ভালোই পারেন তিনি। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলির জীবন নিয়ে বায়োপিক তৈরির সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তবে কোন অভিনেতাকে দেখা যাবে পর্দায় দাদার চরিত্রে সেটা এখন পর্যন্ত অজানা রয়ে গেছে।