বাংলা তথা গোটা ভারতের গর্ব হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ক্রিকেটের ময়দানে তাঁর ‘দাদাগিরি’র সাক্ষী থেকেছে সম্পূর্ণ বিশ্ব। বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট, ধারাভাষ্যকার, রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। এক কথায়, ক্রিকেটের ময়দান থেকে শুরু করে বিনোদনের দুনিয়া- সর্বত্র অবাধ বিচরণ ‘প্রিন্স অফ ক্যালকাটা’র।
সদ্য ৫১ বছরে পা দিয়েছেন বাংলার ‘মহারাজ’ সৌরভ। দেখতে দেখতে এক দশক হয়ে গিয়েছে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে তা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা কিংবা ব্র্যান্ড ভ্যালু কিন্তু একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আরও বেড়েছে। সেই সঙ্গেই বেড়েছে ‘দাদা’র সম্পত্তির পরিমাণ (Net Worth)।
এখন প্রশ্ন উঠতেই পারে, মোট কত টাকার মালিক প্রাক্তন ভারত অধিনায়ক? ক্রিকেটকে বিদায় জানানোর পর কীভাবে আয় করছেন তিনি? সৌরভের বার্ষিক উপার্জনই বা কত? সম্প্রতি ফাঁস হয়েছে এই সকল প্রশ্নের উত্তর। আজকের প্রতিবেদনে বাংলার ‘মহারাজ’র মোট সম্পত্তির খতিয়ানই তুলে ধরা হল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বার্ষিক প্রায় ৭০ কোটি টাকা উপার্জন করেন সৌরভ। সঞ্চালনা, বিজ্ঞাপনের কাজ করে এই বিপুল অর্থ আয় করেন তিনি। জানা গিয়েছে, প্রত্যেক মাসে প্রায় ৮ কোটি টাকা আয় অরেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ মোট কত টাকার সম্পত্তির মালিক জানেন?
একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এখন সৌরভের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকারও বেশি। একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ তিনি। পুমার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে যেমন তিনি বার্ষিক ১.৩৫ কোটি টাকা আয় করেন। এছাড়া ডিটিডিসির অ্যাড করে তিনি প্রায় ১ কোটি টাকা পান বলে খবর।
যদিও শুধু এই দুই ব্র্যান্ডই নয়, এছাড়াও আরও একাধিক নামী ব্র্যান্ডের মুখ সৌরভ। JSW Cement থেকে শুরু করে Senco Gold- একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় ‘দাদা’কে। এছাড়া ‘দাদাগিরি’র সঞ্চালনা তো রয়েছেই। কলকাতার বুকে প্রাসাদসম একটি বাড়ি থাকার পাশাপাশি সৌরভের গ্যারাজে সাজানো রয়েছে মার্সিডিজ, বিএমডব্লিউ সহ একাধিক লাক্সারি ব্র্যান্ডের গাড়ি।