২০২০ এর ‘বিষ’দশা আর কাটল কই। বছরের শুরুতেও জারি রয়েছে খারাপ খবরের আনাগোনা। ফের বাঙালির জন্য দুঃসংবাদ! বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ( Sourav Ganguly) তীব্র বুকে ব্যথা নিয়ে ভরতি হন হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতেই ওয়ার্ক আউট করছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কিন্তু শরীর চর্চা করার সময়ই হঠাৎ ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। জিম করার সময়কালে হালকা বুকে ব্যথাও অনুভব করেছেন তিনি।
এই ঘটনার পরপরই তাকে উডল্যান্ড্স হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স–রে পরীক্ষা করা হয়েছে সেখানে। একইসঙ্গে কিছু রক্ত পরীক্ষাও করা হবে। জানা যাচ্ছে, হালকা কার্ডিয়াক অ্যাটাক হয়ে গিয়েছে তার।
তবে সৌরভের দাদা জানিয়েছেন, এখন মহারাজের অবস্থা স্থিতিশীল, এবং চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যেই মহারাজের চিকিৎসার জন্য গঠিন হয়ে ৫জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বিশেষ টিম। চলছে চিকিৎসা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করেছেন ট্যুইট বার্তায়।