• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক কথায় অসাধারন! ওড়িশী শাস্ত্রীয় নৃত্যে স্টেজ মাতালো সৌরভ-কন্যা সানা গাঙ্গুলি, ভিডিও ভাইরাল

Updated on:

ক্রিকেটের মাঠের রাজা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মেয়ে সানা গাঙ্গুলি (Sana Ganguli)। সৌরভ গাঙ্গুলির মত সানা গাঙ্গুলিও প্রায়শই খবরে থাকেন। বাবা যেমন মাঠের রাজা তেমনি সানাও নৃত্যে অসাধারণ। সানা গাঙ্গুলির মা একজন ভারতীয় ওড়িশী নৃত্য শিল্পী। সেই সূত্রে মাত্র ১৯ বছর বয়সেই ওড়িশী শাস্ত্রীয় নৃত্যে সানার পারদর্শিতা মুগ্ধ করার মত।

এবার সানা গাঙ্গুলির একটি  ওড়িশী নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটে। ভিডিওতে সানা গাঙ্গুলিকে একেবারে ওড়িশী শাস্ত্রীয় নৃত্যের পোশাকে ওড়িশী নৃত্য করতে দেখা গেছে। সানা আরো অনেক মেয়ের সাথে নেচেছেন ভিডিওটিতে তবে সানার নাচ ছিল দেখ বার মত। নাচের এই ভিডিওটি বেশ পুরোনো শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল ভিডিওটি। এবার আবার সেই ভিডিওটিই ভাইরাল হয়ে পড়েছি সোশ্যাল মিডিয়াতে।

ইতিমধ্যেই ভিডিওটিতে দর্শকের সংখ্যা পেরিয়েছি ৩ লক্ষ্যের বেশী। সাথে ২ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকেই ভিডিওটিতে মন্তব্য করেছেন। নেটিজেনরা বলেছেন, সানা সত্যিই খুব ভালো নাচ করে। এছাড়া আরো নানান ভাবে সানার নাচের প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে ভিডিওটিই ব্যাকগ্রউন্ডের গানটি পাল্টে দেওয়া হয়েছে সে নিয়ে কিছু নেটিজেনরা নিজের আপত্তি প্রকাশ করেছেন মন্তব্যে।

রইল সানা গাঙ্গুলির সেই দুর্দান্ত ওড়িশী শাস্ত্রীয় নৃত্যের ভিডিওঃ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥