আজকালকার দিনে বিনোদনমূলক চ্যানেল গুলির মূল আকর্ষণ TRP হলেও, বেশ ভালোই জনপ্রিয় নন ফিকশন রিয়ালিটিশোগুলি। তারমধ্যে অন্যতম জি বাংলার দাদাগিরি। সপ্তাহ শেষে দর্শকদের মনের ক্লান্তি দূর করায় দিনে বাড়ছে নন ফিকশন রিয়ালিটি শো গুলোর জনপ্রিয়তা। গত বছর করোনা সংক্রমণের মধ্যেই সমস্ত কোভিড প্রটোকল মেনেই শুরু হয়েছিল ‘দাদাগিরি সিজন ৯’।
প্রত্যকবারের মতো এবারেও শুরু থেকেই এই জনপ্রিয় গেম শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এই শোয়ের থিম ‘হাত বাড়ালেই বন্ধু হয়।’ তবে বর্তমানে প্রায় শেষের মুখে দাদাগিরি সিজন ৯ (Dadagiri Season 9)। খুব শিগগিরই শেষ হতে চলেছে দাদাগিরির চলতি সিজন। তবে প্রতিবারের মতো এবারেও চলতি সিজনের প্রত্যেক পর্বে দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা।
বাঙালির কাছে আবেগের আর এক নাম সৌরভ গাঙ্গুলী। তাই ২২ গজের ময়দান হোক কিংবা টিভির পর্দা প্রিয় দাদার দাদাগিরি দেখতে পছন্দ করেন আট থেকে আশি সকল দর্শক। তাছাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি দাদাগিরির মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকে নিজের চোখে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই।
দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় দাদাগিরি। প্রসঙ্গত চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ২৯ শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব (Dev) রুক্মিণী (Rukmini) অভিনীত বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিশমিশ’ (KishMish) । সম্প্রতি দাদাগিরির মঞ্চে আসন্ন এই সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী অর্থাৎ পর্দার টিনটিন আর রোহিণী। খুব শিগগিরই টিভির পর্দায় দেখানো হবে এই পর্ব।
View this post on Instagram
এমনিতে সিনেমা মুক্তির আগে থেকেই কিশমিশ -এর গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। যার মধ্যে অন্যতম ‘তোমায় তুই বলব না, তুমি’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াজুড়ে এই গানের রিল ভিডিওতে ছয়লাপ। আম আদমি থেকে সেলিব্রেটি এই গানের রিল বানিয়েছেন সকলেই। এবার দেব রুক্মিণীর সাথেই এই সুপারহিট গানের তালে পা মেলাতে দেখা গেল সৌরভ গাঙ্গুলী সহ গোটা দাদাগিরির টিম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুক্মিণীর শেয়ার করা এই ছোট ভিডিওটি।