• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরির মঞ্চে হাজির শ্রীদেবী কন্যা জাহ্নবী! বলি সুন্দরীর সিগনেচার স্টেপে নাচলেন সৌরভ

Published on:

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুল,Sourav Ganguly,শ্রীদেবী,Sridevi,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,সিগনেচার স্টেপ,Signature Step,Viral Video,ভাইরাল ভিডিও

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নন ফিকশন গেম শো হল দাদাগিরি(Dadagiri)। দর্শকমহলে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সারা সপ্তাহের একঘেয়ে সিরিয়াল থেকে কিছুটা হলেও স্বাদ বদলে এই ধরনের বিনোদন মূলক রিয়ালিটি শো গুলির জুড়ি মেলা ভার।

সপ্তাহের শেষ দুদিন ঘড়ির কাঁটা রাত সাড়ে ন’টার ঘরে যেতেই আট থেকে আশি সকলেই নিজের নিজের কাজ শেষ করে পছন্দের দাদাগিরি দেখতে বসে যান। প্রত্যেক সিজনের মতোই চলতি সিজনেও দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হন স্বয়ং মহারাজ সৌরভ গাঙ্গুলী। এই শোয়ের বিভিন্ন এপিসোডে কখনও সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে আবার কখনও শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করতে দাদাগিরির মঞ্চে হাজির হন সিনেমা কিংবা সিরিয়ালের জনপ্রিয় তারকারা।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুল,Sourav Ganguly,শ্রীদেবী,Sridevi,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,সিগনেচার স্টেপ,Signature Step,Viral Video,ভাইরাল ভিডিও

এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাদাগিরির আসন্ন একটি পর্বের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) এবং বনি কাপুরের মেয়ে তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর (JanhviKapoor)। দাদাগিরির মঞ্চে নীলচে সবুজ রঙের শিফনের শাড়িতে শ্রীদেবী কন্যা কে দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। আগামী ১৫ মে ‘দাদাগিরি’-তে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব ।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুল,Sourav Ganguly,শ্রীদেবী,Sridevi,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,সিগনেচার স্টেপ,Signature Step,Viral Video,ভাইরাল ভিডিও

 

প্রসঙ্গত এবার প্রায় শেষের পথে দাদাগিরির সিজন ৯। তার আগেই দাদাগিরির ওই পর্বে সুদূর মুম্বাই থেকে কলকাতায় দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন জাহ্নবী। ওই বিশেষ পর্বে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন বং গাই খ্যাত কিরণ দত্ত, গৌরব তপাদ্দার,দুর্বা দে, জিরো ওয়াট খ্যাত সৌম্যর মত বাংলার জনপ্রিয় সব ইউটিউবাররা। মঞ্চে উপস্থিত প্রতিযোগিদের সাথে খেলতেও দেখা যাবে বলি অভিনেত্রীকে।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুল,Sourav Ganguly,শ্রীদেবী,Sridevi,জাহ্নবী কাপুর,Janhvi Kapoor,সিগনেচার স্টেপ,Signature Step,Viral Video,ভাইরাল ভিডিও

ওই ভিডিওতে এদিন জাহ্নবীর সাথে দাদাগিরির মঞ্চে তার জনপ্রিয় ধড়ক সিনেমার গান ‘জিং জিং জিঙ্গত’-র সিগনেচার স্টেপে পা মেলাতেও দেখা যায় সৌরভ গাঙ্গুলীকে। প্রকাশ্যে আসা প্রমোতে জাহ্নবী বাংলা জানেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন একটাই লাইন জানি তা হল ‘তাড়াতাড়ি করো’। একথা শুনে সৌরভের রসিকতা এটা সবাই পারে। এদিন উপহার স্বরূপ রসগোল্লার হাঁড়ি পেয়ে বেজায় খুশি হন জাহ্নবী। প্রসঙ্গত এদিন সৌরভ জানান জাহ্নবী আসায় একটা বৃত্ত সম্পন্ন হল। কারণ আগে এই মঞ্চে অতিথি হিসাবে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং বনি কাপুর।

https://youtu.be/TiknCRHLVyE

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥