প্রতি সপ্তাহের শেষে দর্শকদের জন্য মনোরঞ্জনের ডালি নিয়ে হাজির হয়ে থাকেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি দাদাগিরির মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেননা কেউই। মাঝেমধ্য সিনেমার প্রমোশন করতেও অনেক সেলিব্রেটি আসেন এই দাদাগিরির মঞ্চে।
তেমনই এবার আসন্ন সিনেমা ‘মুক্তি’র টিম নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে আসতে চলেছেন ছোট পর্দার রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। রোহন ঘোষ পরিচালিত এই ওয়েব সিরিজে দিতিপ্রিয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুদীপ সরকার, চান্দ্রেয়ী ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, এবং সাহেব চট্টোপাধ্যায়।
এবার দাদাগিরি-র মঞ্চে গিয়ে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সাথে হাসি মজায় গোটা পর্ব মাতিয়ে তুলতে চলেছেন দিতিপ্রিয়া, অর্জুন, এবং চিত্রাঙ্গদার মতো অভিনেতা-অভিনেত্রীরা। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে দাদাগিরির এই আসন্ন পর্বের একটি ভিডিও।
পর্দার রানিমার প্রশংসা করে এদিন সৌরভ বলেন,‘দিদিপ্রিয়া এত সফল সিনেমা-টিভিতে, কিন্তু বাড়িতে মা ঠান্ডা রাখে কিন্তু।’ আর সৌরভের মুখের কথা শেষ হতে না হতেই একেবারে করুণাময়ী রানি রাসমণির রানিমার স্টাইলে দিতিপ্রিয়া বলে ওঠেন, ‘রক্কে করো রঘুবীর
View this post on Instagram
এরপরই স্বয়ং সৌরভ গাঙ্গুলীর উদ্দেশ্যে দ্বিতিপ্রিয়ার প্রশ্ন, ‘ছোটবেলায় কী দাদাকে কখনও তাঁর মা ঠান্ডা রাখত?’ ঘাড় নেড়ে সৌরভও সটান বলেন, ‘এখনও রাখে’। এরপরই দ্বিতিপ্রিয়া আর চিত্রাঙ্গদার সাথে দাদাগিরির মঞ্চে হুবহু সলমন খানের স্টাইলে ‘সোয়্যাগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানে নাচ করতে দেখা যাচ্ছে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকে।