বাংলার জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদার সাথে দাদাগিরি রীতিমত জমজমাট। মঞ্চে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা এসে হাজির হয় খেলতে। সাথে থাকে প্রচুর আড্ডা গল্প আর বেরিয়ে আসে সেলিব্রিটিদের জীবনের অনেক অজানা কথা। সম্পত্তি দাদাগিরির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
এদিন মূলত সম্প্রতি রিলিজ হওয়া ‘মুক্তি (Mukti)’ ওয়েব সিরিজের প্রোমোশনের জন্য হাজির হয়েছিল গোটা টিম। দিতিপ্রিয়া ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী ও প্রযোজককে দেখা গিয়েছিল দাদাগিরি মঞ্চে। প্রতিবারের মত দিনেও সৌরভের সাথে বেশ জমিয়ে আড্ডা থেকে সৌরভকে নিয়ে কিছু প্রশ্ন করেছেন প্রতিযোগীরা। বিশেষত দিতিপ্রিয়ার সাথে কথোপকথন নজর কেড়েছে দর্শকদের।
সৌরভ জানান পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও এখনও দিতিপ্রিয়ার ক্লাস নেয় মা। অভিনেত্রী নিজেও একথা স্বীকার করে জানান, একথা ঠিকই। ২ মাস অন্তর আমার ক্লাস নেয় মা। এই শুনে সকলেই হেসে ফেলেছে। তবে এরপর সৌরভ গাঙ্গুলিকেও বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দিতিপ্রিয়া। আর তাতেই বেরিয়ে এসেছে দাদার ছোট বেলার দুস্টুমির মজার কিছু কাহিনী।
দিতিপ্রিয়া জিজ্ঞাসা করেন দাদাকে কি তাঁর মা ঠান্ডা রাখে? যার উত্তরে দাদা জানান একদম। এরপর ছোট বেলার একটি কাহিনী শেয়ার করেন দাদা। তিনি বলেন, ছোট বেলায় উপহারে পাওয়া বন্ধুকে দিয়ে রাতের বেলায় ডোনা গাঙ্গুলির বাড়ির সমস্ত কাঁচ ভেঙে দিয়েছিলেন। যদিও সেই সময় পরিচয় ছিল না ডোনার সাথে। পরের দিন যা হয়েছিল সেটা আজও মনে আছে দাদার।
এছাড়াও দাদা আরও জানান, ছোট বেলায় কলেজে যাবার জন্য সকাল সকাল তুলে দিলেও গাড়িতেই বালিশ রাখা থাকত। ভোর বেলা কলেজ পৌঁছালেও গাড়িতে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে কলেজের শেষ কয়েকটা ক্লাস করে বাড়ি ফিরতেন দাদা। এমনই ছোট বেলার দুস্টুমির কথা শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলি।
View this post on Instagram
এখানেই শেষ নয়! দিতিপ্রিয়ার সাথে ‘Swag Se Karenge Sabka Swagat’ গানে নেচেছেন দাদা। সবমিলিয়ে রিয়তমত জমজমাট পর্ব হয়েছে এদিন দাদাগিরিতে। সম্প্রতি সেই পর্বের কিছু টুকরো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের ইনস্টাগ্রামে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।