কলকাতার মহারাজা তিনি, বাঙালির দাদা তিনি, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই- এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তিনি বাংলার গর্ব হলেও নিজের একমাত্র কন্যাকে বাংলায় লেখাপড়া করানোর ভরসা ‘মহারাজা’ পাননি। উচ্চমাধ্যমিক শেষ করেই সৌরভ কন্যা সানা পাড়ি দিয়েছেন লন্ডন। সৌরভ কন্যা ভর্তি হয়েছেন লন্ডনের স্বনামধন্য গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে (London Global University)।
মেয়েকে বিদেশে পড়তে পাঠিয়ে বেজায় গর্বিত বাবা সৌরভও। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে সস্ত্রীক লন্ডনে উড়েও গিয়েছিল দাদা৷ তাঁর ক্রিকেট জীবনের সাথে এই শহর অঙ্গাঙ্গীভাবে মিলেমিশে রয়েছে। তবে এবার মেয়ের দৌলতেই সেই শহরে যাওয়া আসা লেগে রয়েছে সৌরভের। কন্যা, এবং স্ত্রীয়ের সঙ্গে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে সেলফিও তুলতে দেখা গিয়েছিল মহারাজাকে।
কিন্তু মেয়েকে বিদেশে পড়তে পাঠিয়ে এবার আক্ষেপ করতে শোনা গেল দাদাকে। গত বছর ২৫ শে সেপ্টেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দাদাগিরি সিজন ৯’ (Dadagiri season 9)। প্রত্যেক বছরের মতো চলতি সিজনেও এই শোয়ের সঞ্চালনার দায়ীত্বে রয়েছেন প্রিন্স অফ কোলকাতা তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ ৯ বছর ধরে দক্ষ হাতে এই শোয়ের সঞ্চালকের ভূমিকা পালন করছেন দাদা৷
এই শো- এর বিভিন্ন এপিসোডে দেশ বিদেশ থেকে নানান প্রতিযোগীরা আসেন। দাদাকে সামনে পেয়ে নানান রকম প্রশ্নও করে থাকেন তারা। যদিও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সব প্রশ্নের উত্তরই খুব সন্তর্পণে দিয়ে থাকেন মহারাজ৷ সাম্প্রতিক একটি পর্বে, এক প্রতিযোগী দাদাকে প্রশ্ন করেন, সৌরভের কীসের চিন্তায় ঘুম উড়েছে।
দুবছর পর শুটিং ফ্লোরে ফিরলেন মাধবী মুখোপাধ্যায়, প্রথমবার শর্ট ফিল্মে দেখা যাবে অভিনেত্রীকে
View this post on Instagram
বেশি না ভেবে দাদার সাফ জবাব সানার চিন্তায়। বিদেশে গিয়ে মেয়ে বিগড়ে যাচ্ছে কিনা এই ভেবেই চিন্তার শেষ নেই মহারাজের। দাদার উত্তর শুনে ওই প্রতিযোগী বলেন এটা শুনলে কিন্তু সানা রাগ করবে, আর তখনই সৌরভ গাঙ্গুলী জানান সানা এখন আর রাগ করে না কারণ এসব কথা তাকে এখন রোজই শুনতে হয়। লন্ডনে সে কিছুতেই মাকে রাখতে চায়না, ৭ দিনে একবার ফোন করে।