• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে রাজকীয় কামব্যাক! ‘দাদাগিরি’র নতুন সিজন নিয়ে বিরাট ঘোষণা করলেন ‘মহারাজ’ সৌরভ

Published on:

Sourav Ganguly announced Zee Bangla reality show Dadagiri 10th season

টেলিভিশনের দর্শকদের কাছে বিনোদনের অত্যন্ত বড় একটি মাধ্যম হল রিয়্যালিটি শো (Reality Show) বা নন ফিকশন শো। নাচ, গানের পাশাপাশি আরও অনেক ধরণের কনসেপ্ট নিয়ে রিয়্যালিটি শো হয়। আর রিয়্যালিটি শোয়ের প্রসঙ্গে উঠলে যে শোয়ের নাম না নিলেই নয়, তা হল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত ‘দাদাগিরি’ (Dadagiri)।

বহু বছর ধরে জি বাংলার পর্দায় রাজত্ব করছে সৌরভের শো। সফলভাবে একের পর এক সিজন (New Season) আসছে ‘দাদাগিরি’র। বাংলার বিভিন্ন জেলার প্রতিযোগীরা যেমন এই শোয়ে অংশগ্রহণ করেন, তেমনই বহু প্রবাসী বাঙালি এবং অবাঙালিও সৌরভের শোয়ে খেলতে আসেন। শুধু তাই নয়, প্রচুর তারকাও এই ক্যুইজ রিয়্যালিটি শোয়ে খেলে গিয়েছেন।

Sourav Ganguly Dadagiri, Sourav Ganguly in Dadagiri

‘দাদাগিরি’র নতুন সিজনের কথা ঘোষণা করলেন সৌরভ

জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের সবচেয়ে বড় আকর্ষণ যদি কেউ হয়ে থাকেন তাহলে তা হলেন ‘মহারাজ’ সৌরভ নিজে। বাইশ গজে রাজত্ব করার পর এখন বিনোদন দুনিয়ায় নিজের রাজ্যপাট বিস্তার করেছেন ‘দাদা’। আর বলাই বাহুল্য, ক্রিকেটের পাশাপাশি এই জগতেও ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সৌরভের তুখোড় সঞ্চালনার কারণে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে এই শো। এবার সেই ‘দাদাগিরি’রই দশম সিজনের (Dadagiri 10th Season) কথা ঘোষণা করলেন সৌরভ।

কবে আসবে ‘দাদাগিরি’ সিজন ১০?

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে ‘দাদাগিরি’র নতুন সিজনের কথা ঘোষণা করেন সৌরভ। সেই ছবিতে দেখা যাচ্ছে, সিংহাসনে রাজার মতো বসে রয়েছেন তিনি। ‘দাদা’র মুখে রয়েছে হালকা হাসি। ক্যাপশনে লিখেছেন, ‘দশম সিজন…দাদাগিরি’। এই ছবি দেখার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরছে কবে থেকে শুরু হবে শো? যদিও সেকথা এখনও জানাননি সৌরভ।

Sourav Ganguly Dadagiri, Dadagiri new season

‘দাদাগিরি’ আসায় শেষ হয়ে যাবে এই জনপ্রিয় শো?

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘দাদাগিরি’র নতুন সিজন আসতে চলেছে। এই বিষয়ে শোয়ের নির্মাতারাই আভাস দিয়েছিলেন। যদিও নতুন সিজনের শ্যুটিং করবে শুরু হবে, সম্প্রচার কবে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলেই শুরু হয়ে যাবে ‘দাদাগিরি’র সম্প্রচার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥