টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা সৌগত বন্দোপাধ্যায়। গত বছরই তুমুল চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা। রাসবিহারী এভিনিউয়ে একটি থাই স্পা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, অভিযোগ উঠেছিল ওই স্পা সেন্টারে মধুচক্র চলে এবং তারই সার্ভিস নিতে গিয়েছিলেন অভিনেতা।
কিন্তু এই ঘটনা ইন্ডাস্ট্রির কেউই বিশ্বাস করেননি, কারণ সৌগত সর্বজনবিদিত একজন ভদ্র লোক। তিনি যে ফেঁসে গিয়েছিলেন বাজে ভাবে, তা জামিন পেয়ে বেরোনোর পরেই আত্মপক্ষ সমর্থনে কলম ধরে সকলকে জানান অভিনেতা। রানী রাসমণী, নেতাজি সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
আসলে খ্যাতি যেমন আসে তেমনই তারকাদের জীবনে এমন নানান চড়াই-উতরাই ও এসে পড়ে। যদিও সেসব কাটিয়ে উঠে, সম্প্রতি স্ত্রী নয়নাকে নিয়ে অসহায় অনাহারে থাকা মানুষের পাশে দাঁড়ালেন সৌগত বন্দোপাধ্যায়। রোজই টালিগঞ্জ এলাকার শতাধিক মানুষকে খাওয়াচ্ছেন তারা। তাদের হাতে হাত মিলিয়েছেন, টলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।
সম্প্রতি বাবা-মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে তিনি ভবানীপুর এলাকার মানুষদের ভরপেট খাওয়ান। তার এই প্রচেষ্টার কথা জানাজানি হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটমহল। অতীতের সমস্ত ভেঙেপড়া ভুলে মানুষের পাশে থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন অভিনেতা।