• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্ধকার হতেই শুরু নোংরামি! Bigg Boss’এ বাঙালি প্রতিযোগীর কীর্তি দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

Published on:

Soundarya Sharma and Sreejita De’s kissing video in Bigg Boss house goes viral

সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। এখানে কখনও প্রতিযোগীদের মধ্যে তর্কাতর্কি, হাতাহাতি হয়, আবার কখনও অন্তরঙ্গতার মাত্রা শালীনতার মাত্রা ছাড়ায়। সম্প্রতি ‘বিগ বস’এর ঘরে রাতের অন্ধকারে দুই প্রতিযোগীর ‘অন্তরঙ্গ’ ভিডিও ফাঁস হয়েছে নেটপাড়ায়। যা দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা।

এমনিতেই শৌচালয় বাদে ‘বিগ বস’এর ঘরের প্রায় প্রত্যেকটি কোণাতেই ক্যামেরা লাগানো রয়েছে। ফলে প্রতিযোগীদের কোনও কাজই ক্যামেরার আড়াল হয় না। স্বাভাবিকভাবেই সম্প্রতি ঘর অন্ধকার হতেই দুই প্রতিযোগী মিলে যা কাণ্ড ঘটিয়েছেন সেটিও ক্যামেরার আড়াল হয়নি।

Salman Khan angry

চলতি বছর ‘বিগ বস’এর ঘরে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে, শিব ঠাকরে, আব্দু রোজিক, সৌন্দর্য শর্মা এবং বাংলার মেয়ে সৃজিতা দে’কে। শিব-আব্দু এবং সৌন্দর্য-সৃজিতার বন্ধুত্ব বেশ গাঢ়। মাঝে অর্চনা গৌতমের জন্য সৌন্দর্য (Soundarya Sharma) এবং সৃজিতার (Sreejita De) বন্ধুত্বে হালকা চিড় ধরলেও ফের মনোমালিন্য মিটিয়ে কাছাকাছি এসেছেন দু’জনে।

Soundarya Sharma Sreejita De

তবে সম্প্রতি ‘বিগ বস’এর ঘরে একটু বেশিই কাছাকাছি এসে যান দু’জনে। সলমনের শোয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে দুই প্রতিযোগীর কীর্তি ধরা পড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যাপ্টেনের ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন শিব, আব্দু, সৌন্দর্য এবং সৃজিতা। কথা বলতে বলতেই হঠাৎই ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন সৌন্দর্য-সৃজিতা। নিজেরা করার পর শিব এবং আব্দুকেও এই কাজ করতে বলেন তাঁরা। যদিও সঙ্গে সঙ্গে আব্দু বলে ওঠেন, পাগল নাকি!

Soundarya Sharma Sreejita De kiss

এখানেই অবশ্য থামেননি সৌন্দর্য। এরপর শিবের কাছে গিয়ে তাঁর ঘাড়ে চুম্বন করেন তিনি। এসব দেখে লজ্জায় লাল হয়ে যায় আব্দু। তাঁকেও অবশ্য নিরাশ করেননি এই সুন্দরী প্রতিযোগী। আব্দুকেও চুম্বন করে তিনি বলেন, এবার শান্তিতে ঘুমোও।


‘বিগ বস’এর ক্যামেরায় সম্পূর্ণ দৃশ্যটি ধরা পড়েছে। টেলিকাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও নেটপাড়াতেও ছড়িয়ে পড়ে। সলমনের শো’য়ে রাতের অন্ধকারে প্রতিযোগীদের কীর্তি দেখে নেটিজেনদের একাংশ ছিঃ ছিঃ করছে। যদিও আরেকাংশের মত, সম্পূর্ণ বিষয়টি মজার ছলে করেছেন সৌন্দর্য-সৃজিতা। তাঁদের কোনও নোংরা মতলব ছিল না। এবার দেখা যাক, সপ্তাহান্তে এসে সলমন এই বিষয়ে কিছু বলেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥