‘শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই (Mithai)?’ নতুন করে এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েকদিন ধরে এই একটা প্রশ্নই রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের বিশেষ করে মিঠাই ভক্তদের। মিঠাইরানি আর তাঁর গোটা পরিবার এখন বাংলার দর্শকদের ঘরের মানুষ। তাই প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবরে মনখারাপ এই সিরিয়ালের অসংখ্য অনুরাগীদের।
প্রসঙ্গত এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো সিরিয়াল মিঠাই। কিন্তু তারপরেও আজও মিঠাই শেষ হয়ে যাওয়ার গুঞ্জন কানে আসলেই রীতিমতো ঝাঁপিয়ে পড়েন মিঠাই ভক্তরা। বয়স ২ বছর পেরিয়ে গেলেও আজও কিন্তু বাংলা জুড়ে রমরমিয়ে চলছে মিঠাই ম্যাজিক। ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের টিআরপিতে ভাঁটা পড়লেও জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও।
ধারাবাহিকের নায়ক-নায়িকা সিড-মিঠাই বরাবরই দর্শকদের নয়নের মণি। শুরু থেকেই সিদ্ধার্থ চরিত্রে আদৃত রায় এবং মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু দর্শকদের থেকে পেয়েছেন ‘সেরা জুটি’র তকমা। দীর্ঘদিনের এই সফরে ঝুলি ভরেছে একাধিক সম্মান পুরস্কার আর দর্শকদের অগণিত ভালোবাসায় তাই তাঁদের সাবলীল অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বিশেষ করে একই সিরিয়ালে মিঠাইয়ের পাশাপাশি মিষ্টির চরিত্রে সৌমিতৃষার অভিনয় বিশেষ প্রশংসার দাবিদার।
তবে গত এক বছরে যখন থেকে সিরিয়ালের একটু কমতে শুরু করেছে কিংবা সম্প্রচারের সময় বদলেছে তখনই ডানা মেলেছে মিঠাই শেষের গুঞ্জন। যা বারবারই ভুল প্রমাণিত হয়েছে। তাই মিঠাই শেষ হওয়ার জল্পনাকানে আসতেই ভক্তদের দাবি ‘গুজবে কান দেবেন না’। সম্প্রতি জি বাংলার নতুন সিরিয়াল নতুন সিরিয়াল শুরুর মাঝে জল্পনা তৈরী হয়েছে আগামী মাসের ২৩ এপ্রিল শেষ বারের মতো সম্প্রচারিত হবে সকলের প্রিয় সিরিয়াল মিঠাই।
এক ঝাঁক পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের পর সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন এই সিরিয়ালের নায়িকা অর্থাৎ খোদ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Sloumitrisha Kundu)। একঝাঁক নতুন সিরিয়ালের সাথেই মিঠাইয়ের কড়া টক্কর আর সিরিয়াল শেষের জল্পনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন সংবাদমাধ্যমে পর্দার মিঠাই বলেছেন ‘টক্কর ব্যাপারটা ওভাবে ভাবলে হবে না। নতুন আসবে, নতুনকে জায়গা দিতে হবে। আমরাও একসময় নতুন ছিলাম, পুরোনোরা আমাদের জায়গা দিয়েছে’।
অভিনেত্রীর কথায় সব মেগা সিরিয়ালই একটা নির্দিষ্ঠ সময়ে শেষ হয়ে যায়। তাই অভিনেত্রীর কথায় স্পষ্ট মিঠাইও তার ব্যতিক্রম নয়। সৌমিতৃষার কথায় ‘এটা একটা অভ্যাস সেই অভ্যাস পরিবর্তন হবেই। তবে একটা কথা আমি বরাবর বলেছি, মিঠাই এক নম্বরে থাকুক দশ নম্বরে থাকুক। দর্শকদের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না শেষদিন পর্যন্ত। মিঠাইয়ের পরেও সেই ভালোবাসা থেকে যাবে’। তাই মিঠাই সত্যিই তাড়াতাড়ি শেষ হবে নাকি গল্পে আসবে নতুন মোড় আপাতত সেদিকেই তাকিয়ে দর্শক।