জি বাংলার পর্দায় প্রায় ২ বছর ধরে চলতে থাকা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আসলে দীর্ঘদিনের এই পথ চলায় ভক্তদের কাছে এটা শুধু সিরিয়াল নয় একপ্রকার আবেগে পরিণত হয়েছে। মিঠাই ভক্তদের কাছে এই সিরিয়ালের গুরুত্ব এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। এই সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় দর্শকদের পাগলামি রয়েছে চোখে পড়ার মতো।
বিশেষ করে সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তো দর্শকদের নয়নের মনি। বিগত কয়েক দিনের মধ্যেই ধারাবাহিক এসেছে বিরাট সব চমক। এরই মধ্যে মনোহারায় এসেছে বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য অর্থাৎ সিদ্ধার্থ মিঠাইয়ের একমাত্র ছেলে শাক্য মোদক। সেই সাথে প্রায় সাত মাস পর বাড়ি ফিরে এসেছে বাড়ির বড় ছেলে সোম। অন্যদিকে এতদিনে দর্শকরাও জেনে গিয়েছেন পুরনো শত্রুতার জেরে প্লাস্টিক সার্জারি করে নতুন করে ভোল বদলে এসেছে আদিত্য আগারওয়াল।
সে ওত পেতে রয়েছে মিঠাই রানীকে প্রাণে মেরে ফেলার। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের এক ধামাকাদার প্রমো। যা দেখে জানা গিয়েছে আগামী দিনে সিরিয়ালে মৃত্যু হবে মিঠাইরানির। তবে মৃত্যুর পরেও একেবারে নতুন রূপে আধুনিক সাজে মিঠি হয়েই মোদক পরিবারে ফিরে আসবে সে। কিন্তু শেষ পর্যন্ত কিভাবে মৃত্যু হবে মোদক পরিবারের মিষ্টি বৌমার?
তা জানার কৌতূহল আর চেপে রাখতে পারছে না দর্শকরাও। অবশেযে একেবারে দোরগোড়ায় এসেই গেল সেই দিন। এরই মধ্যে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা, গতকালই নিজের সোশ্যাল মিডিয়ায় শেষবার মিঠাইয়ের সাজে কান্না ভেজা চোখে একটা ছবি শেয়ার করেছিলেন। ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ‘তাহলে আজ এই অধ্যায় এখানেই সুন্দর ভাবে শেষ হচ্ছে। লীপ নেওয়ার আগে আজ আমি আমার লাস্ট শর্ট দিলাম। মিঠাই কোথাও না কোথাও থাকবে তোমাদের সকলের জন্য’।
অভিনেত্রীর এই পোস্ট রাতারাতি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা শেয়ার করে নিয়ে কেজন অনুরাগী জানিয়েছেন ‘মিঠি যদি মিঠাই না হয় তাহলে আমার জন্য মিঠাই সিরিয়ালটি ইতি টানলো ৬৬৬ নং এপিসোডে (অথবা যে এপিসোডে মিঠাই মারা যাবে)। সিডের পাশে মিঠাই ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। লেখিকা যদি এমন কিছু করেন তাহলে বলবো সিদ্ধার্থ চরিত্রটির অতীতের ডায়ালগ,সিধাই এর ভালোবাসার প্রতি অন্যায় করবেন। দর্শকের ইমোশানের সাথে অন্যায় করবেন। সিরিয়ালের নামটাও কিন্তু মিঠাই’!