খবরবিনোদনসিরিয়াল

জাতীয় মঞ্চে মিঠাইরানী! এবার তবে বলিউড? নেটপাড়ায় ভাইরাল সোনু নিগমের পাশে সৌমিতৃষার ছবি

একই ফ্রেমে ‘মিঠাই’ (Mithai) সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং বিশ্ব বিখ্যাত গায়ক সোনু নিগম (Sonu Nigam)- মিঠাইরানীর অনুরাগীদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় পাওয়া। যা কেউ করে দেখাতে পারেনি, সেটাই করে দেখালেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাকে নিয়ে গর্বে বুক ফুলে গিয়েছে সৌমিতৃষার অনুরাগীদের। সেই সঙ্গেই শুরু হয়েছে গায়কের অ্যালবামে অভিনেত্রীর থাকার জল্পনা।

গত দু’বছর ধরে টেলিভিশনের (Television) পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। এই সিরিজের সৌজন্যে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। দর্শকদের কাছ থেকে তিনি যে পরিমাণ ভালোবাসা পান তা সত্যিই নজিরবিহীন। যত দিন যাচ্ছে ততই বাড়ছে তাঁর জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়া খুললে সেই কথা বেশ ভালোই বোঝা যায়।

Mithai actress Soumitrisha Kundu shares a picture with Sonu Nigam

সৌমিতৃষার আপলোড করা ছবি, ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। সম্প্রতি যেমন জনপ্রিয় গায়ক সোনু নিগমের পাশে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। আর ব্যস, সেটি দেখার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা।

আসলে কয়েকদিন আগে জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’য় গিয়েছিলেন মিঠাই অভিনেত্রী। সেখানে গিয়েই সোনুর সঙ্গে দেখা হয় সৌমিতৃষার। জনপ্রিয় গায়কের পাশে দাঁড়িয়ে একটি ছবিও শেয়ার করেন তিনি। সেই ছবি দেখার পর থেকে নেটিজেনদের অনুমান, তাহলে কি সোনুর পরের অ্যালবামে থাকবেন অভিনেত্রী?

Soumitrisha Kundu and Sonu Nigam, Mithai and Sonu Nigam

পর্দার মিঠাইরানীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সোনুর পরনে রয়েছে সাদা শার্ট, খয়েরি রঙের ব্লেজার এবং ম্যাচিং প্যান্ট। অপরদিকে সৌমিতৃষা পরেছেন কালো রঙের গ্লিটারি টপ, ব্লেজার এবং প্যান্ট। দেখে মনে হচ্ছে, মিঠি লুকেই সেখানে গিয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাজিকাল কণ্ঠের অধিকারী সোনু নিগমের সঙ্গে’।


চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে মিঠাইরানীর ‘সারেগামাপা’য় যাওয়া প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছু অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একথা জানতে পেরেছেন অনুরাগীরা। তবে বলিউড কাঁপানো জনপ্রিয় গায়ক সোনুর পাশে প্রিয় অভিনেত্রীকে দেখে তাঁদের মন যে খুশিতে ভরে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Back to top button