• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার সাথে বৃষ্টি উপভোগ করো’! লাল শাড়িতে জানলার ধারে দাঁড়িয়ে ফুরফুরে মুডে ‘মিঠাই’

বাংলা সিরিয়ালের মধ্যে মিঠাইকে (Mithai) যেন আটকানো যাচ্ছে না। জনপ্রিয়তার দিক থেকে বিগত চার সপ্তাহ একই প্রথম স্থান দখল করে রেখেছে মিঠাই। বলতে গেলে মিঠাই ম্যাজিকে মেতে রয়েছে বাঙালি দর্শকেরা। ছটফটে আর সাধাসিধে মিঠাই যে কিনা সকলের ভালোর কথা চিন্তা করে। আর মিঠাই পড়েছে উচ্ছেবাবু মানে সিদ্ধার্থের মত এক লোকের খপ্পরে। যেকিনা একেবারেই বেরসিক, মিষ্টি পর্যন্ত পছন্দ করে না। কথায় কথায় শুধু রাগ আর মুখে চোখে গাম্ভীর্য।

সিরিয়ালে গম্ভীর স্বভাবের সিদ্ধার্থের সাথে বিয়ে হয়েছে প্রাণবন্ত মিষ্টি একটা মেয়ে মিঠাইয়ের। গোটা বাড়িকে যেন মাতিয়ে রাখছে মিঠাই। বাড়ির সকলেরই মিঠাই বেশ প্রিয় বিশেষত দাদুর। বর্তমানে মোদক পরিবারের মিষ্টির ব্যবসার হাল ধরেছে মিঠাই। কিন্তু যতই করুক না কেন সিদ্ধার্থবাবুর মন পায় না মিঠাই। তার জন্য মন খারাপ হলেও সেভাবে কিন্তু প্রকাশ করে না। বরং উল্টে সিদ্ধার্থকে উচ্ছেবাবু বলে তার নকল করে দেখতে এক্সপার্ট মিঠাই।

   

মিঠাই,খড়কুটো,টিআরপি,জি বাংলা,স্টার জলসা,Khorkuto,Mithai,Zee Bangla,Star Jalsha,TRP,soumitrisha kundu,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,উচ্ছে বাবু,সিদ্ধার্থ মোদক,Adrit roy,reel video,insta reel

এই মিষ্টি মেয়ে ‘মিঠাই’ এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। অল্প সময়েই এত জনপ্রিয়তা পাওয়া সৌমিতৃষা গত ৫ বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর, একে একে ‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ ইত্যাদি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তারপর অভিনয়ের জোরেই ‘কনে বউ’ এ প্রধান চরিত্র পেয়ে যান মিষ্টি অভিনেত্রী। এই ধারাবাহিক শেষ হতে না হতেই ‘মিঠাই’ এ সুযোগ পেয়ে যান অভিনেত্রী।

মিঠাই,খড়কুটো,টিআরপি,জি বাংলা,স্টার জলসা,Khorkuto,Mithai,Zee Bangla,Star Jalsha,TRP,soumitrisha kundu,সৌমিতৃষা কুন্ডু,আদৃত রায়,উচ্ছে বাবু,সিদ্ধার্থ মোদক,Adrit roy,reel video,insta reel

এই সৌমিতৃষাই এখন নেটপাড়ার নয়া সেনসেশন। ধারাবাহিকের বাইরেও অভিনেত্রীকে নিয়ে সারাক্ষণই তোলপাড় হয় নেটপাড়া। ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা প্রায় ৮৬ হাজার৷ সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে একটি রিল ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদূর পরে মিঠাই এর সাজেই ‘কোন গোপনে মন পুড়েছে’ গানের সঙ্গে ভিডিও বানিয়েছেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

ফুরফুরে মেজাজে সৌমিতৃষাকে দেখে বেজায় খুশি তার অনুরাগীরা। ভিডিওর কমেন্ট বক্সে তার মিষ্টি হাসি আর অভিনয়ের প্রশংসা উপচে পড়ছে। আর মিঠাইয়ের এমন মিঠা ভিডিও যে ভাইরাল হবেই তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।