• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর সিদ্ধার্থ তাকে ছোঁয়নি, ‘ওসব’ কিছুও করেনি! ননদের কাছে মিঠাইয়ের অভিযোগের ভিডিও ভাইরাল

Published on:

মিঠাই,বাংলা সিরিয়াল,সিদ্ধার্থ,নকল,সিড,উচ্ছেবাবু,Mithai,Bengali serial,sidhdhartho,serial,copy,divorce,pani pani song,reel video,soumitrisha kundu

টিআরপির দৌড়ে সবসময় এক নম্বরে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (mithai)। তাবড় তাবড় ধারাবাহিককে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহেই নিজের জায়গা ধরে রাখছে মিঠাই। যদিও মিঠাই সিরিয়ালে সম্প্রতি মিঠাই আর সিদ্ধার্থের ডিভোর্সের পর্ব চলছিল। মিঠাই নিজেই তোর্সার কথা শুনে কোর্টে সিদ্ধার্থের থেকে ডিভোর্স চেয়ে নিয়েছে। যে কারণে বাড়ির সকলের মন খারাপ।

ছাড়াছাড়ি হয়ে যাবে মিঠাই সিডের। এই নিয়ে পরিবারে চলছে জল্পনাও। এদিকে দাদাই ফন্দী এঁটেছে সিডকে শায়েস্তা করতে সিদ্ধার্থর বন্ধু রুদ্রর সাথে মিঠাইয়ের বিয়ে দেবে সে। যদিও পুরোটাই একটা ‘প্ল্যান’৷ তবে এ’কথা শুনে বেজায় চটেছে সিড। তার বক্তব্য, রুডির সাথে মিঠাইয়ের বিয়ে হতে পারেনা কারণ সে বিবাহিত।

মিঠাই,বাংলা সিরিয়াল,সিদ্ধার্থ,নকল,সিড,উচ্ছেবাবু,Mithai,Bengali serial,sidhdhartho,serial,copy,divorce,pani pani song,reel video,soumitrisha kundu

মিঠাই সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সোশ্যাল মিডিয়াও বেশি। মাঝে মধ্যেই রিল ভিডিও থেকে শুরু করে ছবি শেয়ার করেন সৌমিতৃষা ওরফে মিঠাই। এবার বাদশার জনপ্রিয় গান ‘পানি পানি হো গ্যায়ি’ গানে রিল বানিয়েছেন অভিনেত্রী।

গানের কথা অনুযায়ী ননদকে সে অভিযোগ জানিয়েছে, সিড তাকে ছোঁয়ওনি, ওসব কিছুও করেনি। এক্কেবারে ধারাবাহিকে মিঠাইয়ের লুকে ধরা দিয়েই এই রিল ভিডিও করেছেন সৌমিতৃষা এবং তার রিল লাইফ ননদ কৌশাম্বী মুখার্জি। এই ভিডিও শেয়ার করে জি বাংলার অফিশিয়াল পেজে লেখা হয়েছে, ‘সিড তুমি কি শুনছ?’ স্বাভাবিক ভাবেই নিমেষে ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট পাড়ায়।

প্রসঙ্গত, সিরিয়ালে তোর্সার দেখানো ছবি দেখে মিঠাই ভেবে বসেছে যে সত্যিই হয়তো উচ্ছেবাবু তোর্সাকে ভালোবাসে।.সেই কারণে কোর্টের সামনে সে নিজেই ডিভোর্স চেয়ে নিয়েছে। আর জাজও দুজনের ডিভোর্স মেনে নিয়েছে। ডিভোর্স হয়ে যাওয়ায় তোর্সা আর তোর্সার মা রেবতীদেবী খুশি হলেও পরিবারের সবাই এমনকি সিদ্ধার্থ নিজেও খানিক কষ্টই পাচ্ছে। সেটা তার চোখ মুখ দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥