জি বাংলা (Zee Bangla)-এর জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ (Ki kore bolbo tomay) অনেকদিন ধরেই মন জিতে আসছেন দর্শকদের। রাধিকা (Radhika) এবং কর্ণ সেন (Karna Sen) এর জুটি বেশ প্রিয় দর্শকদের। ধারাবাহিকের পরতে পরতে মোচড় এই ধারাবাহিককে টিআরপি (TRP) তালিকাতেও বেশ এগিয়ে রাখে। এই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।
এদিকে, দিনকয়েক হল ধারাবাহিকের বাজারে রমরমিয়ে সাফল্য লাভ করছে মিঠাই। গল্পের নায়িকা মিঠাই। সে মিষ্টির কারিগর। তার হাতে বানানো মনোহরা মিষ্টির কদর করেনি এমন কেউ নেই। অন্যদিকে ৫০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছে সিদ্ধেশ্বর মোদকের পরিবার। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা কুন্ডু।
এই দুই নায়িকায় নিজেদের অভিনয়ের জাদুতে খুব মন জিতে নিয়েছে অসংখ্য দর্শকের৷ টিআরপির টক্করে ‘ কী করে বলব তোমায়’ এবং ‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সৌমিতৃষা এবং রাধিকার বন্ধুত্বের মধ্যে মোটেও সেসব নেই। বরং তারা খুবই ভালো বন্ধু।
সৌমিতৃষার ফেসবুক দেওয়ালে রাধিকার সঙ্গে তার মিষ্টি ছবি পোস্টই ইঙ্গিত দিচ্ছে যে আসলে তাদের বন্ধুত্বটা ঠিক কতটা জমাটি৷ শনিবার রাতে ফেসবুকের দেওয়ালে স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে সৌমিতৃষা লেখেন, ‘যদি রসগোল্লার একটা ফেস থাকত, তবে সেটা স্বস্তিকা’।
সৌমিতৃষার কাছ থেকে এহেন মিষ্টি ব্যবহার পেয়ে চুপ থাকেননি তিনিও। সাথে সাথেই মিঠাইয়ের এই পোস্ট শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘নামটা একদম ঠিক সত্যিই এতটাই মিষ্টি আমার মিঠাই’। আর সেই পোস্টের কমেন্ট বক্সে সৌমিতৃষা জানান, ‘আমি তোমায় নাম দিয়েছি ওটা’। অর্থাৎ মিঠাইয়ের কাছে এখন রাধিকার আদরের নতুন নাম রসগোল্লা।