• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃত নয় সৌমিতৃষা জুটি বাঁধতে চান জনের সাথে! মিঠাইয়ের কথা শুনে জল্পনা তুঙ্গে

মিঠাই,আদৃত রায়,সৌমিতৃষা কুন্ডু,সোনার সংসার,জন ভট্টাচার্য,Mithai,Soumitrisha kundoo,john Bhattacharya,adrit roy

বেশ কয়েক সপ্তাহ TRP তালিকায় টপার হতে পারছেনা মিঠাই। কিন্তু বাংলার ঘরে ঘরে এখন রোজকার অভ্যেস হয়ে গিয়েছে মিঠাই সিরিয়ালটি। আর এখন তো মিঠাই আর সিদ্ধার্থ চুটিয়ে প্রেম ও করছে, তাই দর্শকরা সব ভুলে গেলেও এই ধারাবাহিক দেখতে ভোলেন না। এই ধারাবাহিকের সুবাদেই একেবারে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে মিঠাই রানি, আর উচ্ছেবাবু।

ধারাবাহিকে মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, এবং উচ্ছে বাবু ওরফে সিদ্ধার্থর ভূমিকায় আদৃত রায়। এদিকে আগেই সামনে এসেছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Songshar Award) শোয়ের প্রোমো ভিডিও। শনিবার অর্থাৎ সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতিক্ষিত এই অ্যাওয়ার্ড শো। এখনও টিভির পর্দায় এই পর্ব কবে সম্প্রচারিত হবে তা জানা না গেলেও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রিয় তারকাদের টুকরো ঝলক শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

মিঠাই,আদৃত রায়,সৌমিতৃষা কুন্ডু,সোনার সংসার,জন ভট্টাচার্য,Mithai,Soumitrisha kundoo,john Bhattacharya,adrit roy

রেডকার্পেটে ধারাবাহিকের প্রিয় তারকাদের নজরকাড়া লুক দেখে এখন থেকেই রীতিমতো উচ্ছসিত হয়ে পড়েছেন দর্শক। এদিন রেড কার্পেটে হাজির ছিল গোটা মোদক পরিবার।লাল শিফনের শাড়ির সাথে ফুল হাতার স্টাইলিশ ব্লাউজ আর খোলা চুলে তাক লাগিয়েছিলেন মোদক বাড়ির মিষ্টি বৌমা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অন্যদিকে নীল রঙের ব্লেজার আর প্যান্টে ধরা দিয়েছিলেন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় ।

মিঠাই,আদৃত রায়,সৌমিতৃষা কুন্ডু,সোনার সংসার,জন ভট্টাচার্য,Mithai,Soumitrisha kundoo,john Bhattacharya,adrit roy

TRP তালিকায় এঁটে উঠতে না পারলেও দর্শকদের ভোটে জি বাংলা সোনার সংসারে একের পর এক সেরার সেরা পুরস্কার নিজেদের ঝুলিতে পুরে তাক লাগিয়ে দিয়েছে মোদক পরিবার। এখনও অফিসিয়াল তালিকা প্রকাশ না হলেও শোনা যাচ্ছে সেরা নায়ক ও সেরা নায়িকার পুরস্কার পাওয়ার পাশাপাশি মোট ১৭ টি পুরস্কার পেয়েছে মিঠাই।

 

এই অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে চাঁদের হাট। চ্যানেলের সব জনপ্রিয় চরিত্র থেকে শুরু করে তারকাদের মেলা বসে সেখানে। তাই মঞ্চের পিছনে ব্যাকস্টেজেও ছিল রকমারি খেলার ব্যবস্থা, আর প্রশ্ন উত্তর পর্ব। সেখানে বেশ কিছু প্রশ্নের মিষ্টি মিষ্টি উত্তর দিয়েছেন সকলের প্রিয় মিঠাই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল রান্না করতে জানেন কিনা, তার উত্তর ছিল মিঠাই জানে, সৌমিতৃষা জানে না। আমার মা আমায় গ্যাস জ্বালাতে দেয় না। এছাড়াও তার কাছে প্রশ্ন ছিল, লাভ না অ্যারেঞ্জড ম্যারেজ? সৌমিতৃষার উত্তর অবশ্যই লাভ ম্যারেজ। তখনই তাকে জিজ্ঞেস করা হয়েছিল কার সাথে জুটি বাঁধতে চাইবেন মিঠাই জানান, জন ভট্টাচার্য অর্থাৎ মিঠাই ধারাবাহিকের ওমি আগরওয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥