• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের হেঁটে চলে বেড়াবেন সৌমিত্র চ্যাটার্জি! অভিনেতার স্মরণে ছোটপর্দায় ফিরল তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘সানাই’

সানাই,সৌমিত্র চ্যাটার্জি,আকাশ আট,ধারাবাহিক,Shaanai serial,akash bangla,Soumitra Chatterjee

উত্তম কুমারের মৃত্যুর পর টলিউড ইন্ডাস্ট্রিকে বট গাছের মত আগলে রেখেছিলেন অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি (Soumitra Chatterjee)। কিন্তু প্রায় দেড় বছর হতে চলল অভিভাবক হারা হয়েছে টলিপাড়া। গত বছর ১৫ ই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সত্যজিৎ রায়ের নিজে হাতে তৈরি চরিত্র তথা রক্তমাংসের ‘ফেলুদা’। তাকে পর্দায় আর না দেখতে পাওয়ার আফসোস বাঙালির এজন্মে যাবেনা৷ সিনেমা, থিয়েটার, মেগা সিরিয়াল সব ক্ষেত্রেই সৌমিত্র বাবু ছিলেন এক এবং অদ্বিতীয়।

গত ১৯ শে জানুয়ারি ছিল প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে তাঁকে সম্মান জানাতেই চ্যানেল আকাশ ৮ এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, সৌমিত্র বাবুর ধারাবাহিক ‘সানাই’ পুনঃসম্প্রচারিত করা হবে। ২০০৭ সালে আকাশ আটের পর্দায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক।

সানাই,সৌমিত্র চ্যাটার্জি,আকাশ আট,ধারাবাহিক,Shaanai serial,akash bangla,Soumitra Chatterjee

সৌমিত্র বাবুর জন্মদিনকে কেন্দ্র করে ফের গত ২৪ শে জানুয়ারি থেকে আকাশ আটের পর্দায় বিকেল ৫.৩০ থেকে ৬.৩০ টা অর্থাৎ টানা এক ঘন্টা সোম থেকে রবি এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।

পরিচালক এদিন জানান, সেই সময় টানা ৩ সাড়ে তিন বছর চলেছিল এই ধারাবাহিক, এবং খুব জনপ্রিয় ও হয়েছিল সানাই। সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, অরুণিমা ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, তাপস পাল, সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সেন, অরিন্দম শীল, কমলিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কুণাল মিত্র, দোলন রায়, গার্গী রায়চৌধুরী, বিপ্লব চট্টোপাধ্যায়, ভারতী দেবী, নয়না দাস এর মত কাস্ট নিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিক।

সানাই,সৌমিত্র চ্যাটার্জি,আকাশ আট,ধারাবাহিক,Shaanai serial,akash bangla,Soumitra Chatterjee

সকলের সাথে পরিচালকের ছিল আত্মার সম্পর্ক। ধারাবাহিকের স্টার কাস্ট এতটাই জোরদার ছিল যে এই মুহুর্তে এই তারকাদের ছুঁতে কালঘাম ছোটে, অথচ তখন এক ধারাবাহিকেই সকলে ছিলেন৷ সানাই’ এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয় আদিত্যনারায়ণ চৌধুরীর একান্নবর্তী পরিবারকে কেন্দ্রে রেখে । একটা গোছানো সুখী পরিবারে কিভাবে টানাপোড়েন শুরু হয় সেটাই দেখানো হয় এই ধারাবাহিকে ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥