দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে জোর লড়াই করেও শেষ রক্ষা হল না। অবশেষে পথ ফুরোলো পথের পাঁচালীর অপুর। চিরদিনের মত চোখ বুজলেন বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
আজ বেলা ১২ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। স্ত্রী দীপা এবং দুই সন্তান সৌগত ও পৌলমীকে একা ফেলেই চলে গেলেন অভিনেতা। দীপাবলির এত আলো উচ্ছ্বাসের মাঝেও যেন নিমেষে ফিকে হয়ে গেল চারিদিক। উত্তমের পর বাঙালির গর্ব ছিলেন অভিনেতা, আজ ‘বেলাশেষে’ ছেড়ে গেলেন তিনিও।
গোটা বাংলা তথা দেশেই নেমে এসেছে শোকের ছায়া। গত ৬ ই অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন ফেলুদা। ১৪ই অক্টোবর করোনা নেগেটিভ হয়ে খানিকটা সুস্থতার দিকেও এগিয়েছিলেন তিনি। কিন্তু তারপর ২৫ শে অক্টোবর থেকে আর ভালো নেই অভিনেতা, এমনটাই জানিয়ে দেয় হাসপাতাল। এরপর একে একে কিডনি থেকে শুরু করে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ক্রমেই খারাপ হতে শুরু করে অভিনেতার। অবশেষে আজ সকালে ৮৫ বছর বয়সে চির নিদ্রায় গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।