বিগত কয়েক মাসে একাধিক সিরিয়াল শেষ হয়েছে বদলে শুরু হয়েছে নতুন সিরিয়াল (New Serial)। এমনকি আরও বেশ কিছু সিরিয়াল শুরুর অপেক্ষায় রয়েছে। শিঘ্রীই এক অসম বয়সী প্রেমের কাহিনী নিয়ে ষ্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘গোধূলি আলাপ'(Godhuli Alap) । টলিউডের বিখ্যাত প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) প্রোডাকশনের সিরিয়াল এটি। সিরিয়ালে অভিনয়ের কথা ছিল টেলিভিশন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস (Soumili Biswas) এর। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে সিরিয়াল থেকে সরে গিয়েছেন তিনি।
গোধূলি আলাপ সিরিয়ালে বিখ্যাত অভিনেতা কৌশিক সেনকে দেখা যাবে মূল চরিত্রে আর বিপরীতে থাকবে নতুন অভিনেত্রী সৌমি সরকার (Soumi Sarkar)। এছাড়াও অর্পিতা মুখার্জী, ভাস্বর চট্টোপাধ্যায় থেকে সোহাগ সেনের মত একাধিক তারকারা থাকবেন। সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী সৌমিলিরও। তবে বর্তমানে সিরিয়ালে আর কাজ করবেন না জানিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন তিনি।
সৌমিলির মতে, রাজ চক্রবর্তী প্রথমে নিজেই তাকে ডেকে পাঠিয়েছিলেন। বলা হয়েছিল কৌশিক সেনের বিপরীতে তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করতে হবে। যদিও পরে জানা যায় সেটা আসলে একটা খোল চরিত্র। সিরিয়ালের কাহিনী অনুযায়ী তাদের প্রেম হবে, কিন্তু সেটা বিয়ে পর্যন্ত পৌঁছাবে না বরং, নোলোককে বিয়ে করবে অরিন্দম। এর আগে খলচরিত্রে অভিনয়ের সুযোগ মেলেনি তাই রাজি হয়ে যান এই প্রস্তাবে।
কিন্তু মুশকিল হল কিছুদিন যেতেই আবারও বদলে যায় চরিত্র। খলনায়িকার বদলে ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে জুটি বাঁধতে হবে তাকে। কারণ এর আগেও একাধিকবার ভাস্বরের সাথে কাজ করেছেন সৌমিলি। পাশাপাশি জানানো হয় যে নতুন চরিত্রটিও খ্যায়িকার মতনই গুরুত্বপূর্ণ।
তবে এবারেও কথার খেলাফ হয়, সিরিয়ালের প্রথম প্রমো প্রকাশ পাওয়ার পর দেখা যায় সেখানে প্রমো থেকে বাদ পরে গিয়েছেন তিনি। কেন এমনটা হল জানতে চাইলে উত্তর মেলে আবারও বদলে দেওয়া হয়েছে তাঁর চরিত্র। ভাস্বরের সাথে জুটি বাঁধবেন অর্পিতা মুখার্জী। যদিও প্রাথমিক ভাবে অর্পিতার ভাস্বরের বিধবা বোনের চরিত্রে অভিনয়ের কথা ছিল, তবে সেটা হটাৎ করেইপাল্টে গিয়েছে। বদলে বিধবার চরিত্র দেওয়া হবে সৌমিলিকে।
প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অভিনেত্রী সৌমিলি। নিজেই বেরিয়ে আসেন সিরিয়াল থেকে। তাঁর মতে, আমার সহ অভিনেত্রীরা কোনো মা মাসির চরিত্র পায়নি। তাছাড়া বিগত ২৫ বছর ধরে কোনো ঝামেলা নেই আমার সাথে। তাহলে কেন এমন ব্যবহার করা হচ্ছে আমার সাথে! সেই কারণেই নিজেই সিরিয়াল থেকে বেরিয়ে গিয়েছেন তিনি।