• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে জমেছে পর্ব! ডিভোর্স তো দুরস্ত গুনগুনকে কিছুতেই ছাড়তে নারাজ সৌজন্য

Published on:

Soujanyo will not give divorce to gungun Khorkuto

বেশ কিছুদিন ঝিমিয়ে থাকার পর এবার কোমর বেঁধেছে খড়কুটো (khorkuto) সিরিয়াল। গুনগুন-সৌজন্যের মান-অভিমান আর ভালোবাসা বাদ দিয়ে সিরিয়ালে অন্য কাহিনী চালু হয়ে বেশ কিছুদিন যাবৎ টিআরপি পড়েছিল। তবে এবার ব্যাক টু ট্র্যাক, এসপ্তাহের টিআরপি (trp) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খড়কুটো। তাছাড়া সিরিয়ালে এখন যে পর্ব চলছে তা দেখার জন্যই অপেক্ষায় ছিল দর্শকেরা।

সৌজন্যর সন্দেহ করা আর পড়াশোনা নিয়ে বলার পরেই বাপের বাড়ি চলে গিয়েছিল গুনগুন। এরপর ধীরে ধীরে দুজনেই দুজনের অভাব বুঝতে পেরেছে। প্রথম কিছুদিন মুখে কিছু না বললেও দিন যত এগিয়েছে ততই ধৈর্যের বাঁধ ভেঙে রাগের আগুন শান্ত করে দিয়েছে। এরপর বাড়ির সকলে গিয়ে বুঝিয়ে গুনগুনকে বাড়ি নিয়ে এসেছে। কিন্তু গুনগুনের কথা হল পরীক্ষা শেষ হলেই বাবার কাছে ফিরে যাবে সে।

Soujanyo will not give divorce to gungun,Khorkuto,Gungun,Soujanyo,খড়কুটো,গুনগুন,সিরিয়াল,ডিভোর্স,Divorce

সৌজন্য আর গুনগুনের ডিভোর্স হবার কথা, তাই সে আর মুখার্জী বাড়িতে থাকতে চায় না। এদিকে গুনগুনকে যে ভালোবেসে ফেলেছে সৌজন্য সেটা সে নিজে বুঝতে পেরেছে হাড়ে হাড়ে। তাই ডিভোর্স তো দুরস্ত গুনগুনকে কিছুতেই ছাড়তে নারাজ সৌজন্য।

সিরিয়ালের একটি দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে গুনগুনকে ডিভোর্স দিতে নারাজ সৌজন্য। গুনগুনের বাবাকে সৌজন্য বলেছে, ‘আপনার মেয়ে সহজেই ডিভোর্স পেয়ে যাবে তা কিন্তু হবে না স্যার! আপনি যদি ভাবেন আমি আপনার মেয়েকে এতো সহজে ডিভোর্স দিয়ে দেব, আপনি ভুল ভাবছেন। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেব না’।

তাহলেই বুঝুন যে গুনগুনকে ইডিয়ট বলে সহ্য করতে পারতো না শেষে সেই গুনগুনের কাছেই ধরাশায়ী সৌজন্য। দর্শকেরাও এটাই চাইছিলেন যে গুনগুন সৌজন্যের কাছেই ফিরে আসুক। তাই সিরিয়ালের এই পর্ব দর্শকদের বেশ মনে ধরেছে। অবশ্য সৌজন্য-গুনাগুনের রোমান্সও কিন্তু দর্শকেরা বেশ মিস করে। ইতিমধ্যেই বেশ কয়েকবার সেই ইঙ্গিত মিলেছে সোশ্যাল মিডিয়া কমেন্টের মধ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥