• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্যামিলি ট্যুরের জন্য গুনগুনকে সাজতে দেখেই ফিদা সৌজন্য! মনের মধ্যেই চলছে উথাল পাতাল

খড়কুটো (khorkuto) সিরিয়াল বর্তমানে জমজমাট! দীর্ঘ দিন শুট ফ্রম হোম থেকে টলিপাড়ায় শুটিংয়ের অনুমতি মিলেছে। তাই ফের একত্রে দেখা যাচ্ছে গোটা পরিবারকে। সৌজন্য, গুনগুন পটকা সকলে একত্রিত হয়ে জমিয়ে তুলেছে সিরিয়াল। তাছাড়া গুনগুন-সৌজন্যের  মধ্যেকার ঝামেলাও মিটে গিয়েছে ইতিমধ্যেই। গুনগুনও প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে আগের মতন। আবার শুরু হয়েছে তাঁর পাগলামি ব্যবহার।

সৌজন্যের রিসার্চ বেশ সাফল্য পেয়েছে, তাই স্যার তাকে সস্ত্রীক নিমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে। যদিও প্রথমে অনুষ্ঠানে যেতে রাজি হয়নি গুনগুন, তবে শেষ রাজি হয়েছে সে। আর অনুষ্ঠানে যাবার জন্য গুনগুনকে সাজাতে হাজির হয়েছে প্রায় বাড়ির সকলেই। শাড়ি পরে মাথায় ছোট টিপ দিয়ে আদর্শ বৌয়ের পোশাকেই সৌজন্যের সাথে যাবে সে।

   

খড়কুটো gungun soujanyo

গুনগুনকে যখন সবাই মিলে সাজাতে ব্যস্ত তখনই ঘরে প্রবেশ করেছে সৌজন্য। আর গুনগুনকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে সে। মনে মনেই বৌয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সৌজন্য। মনের মধ্যেই সে বলেছে, ‘কি সুন্দর দেখতে লাগছে গুনগুনকে। গর্ধবটা কি বোঝে এরকম করে সেজেগুজে থাকলে ওকে কতটা ভালো লাগে! পাগলের মত থাকে সবসময়। ‘

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আসলে এটাই সৌজন্যের সাথে গুনগুনের প্রথম বাইরে যাওয়া। বাড়ির লোকেরা তাই চায় গুনগুনকে যেন দারুন দেখতে লাগে। এদিকে সৌজন্যও ভাবছে সত্যিই তো সে কোনোদিন গুনগুনকে নিয়ে কোনোদিন কোথাও যায়নি। এই প্রথম একসাথে স্বামী স্ত্রী হিসাবে তারা বাইরে বেরোবে। সিরিয়ালের এই টুকরো দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

আর দৃশ্যের ভিডিওটি ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে ষ্টার জলসার অফিসিয়াল পেজেও। ভিডিওটি শেয়ার হবার পরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজারো দর্শক হয়ে গিয়েছে ভিডিওতে। তবে সম্প্রতি মোহর সিরিয়ালের বন্ধ হওয়ার খবর আসায় দর্শকদের একাংশ ক্ষুদ্ধ হয়েছেন।ভিডিওর কমেন্ট বক্সে তার প্রতিচ্ছবি দেখা গিয়েছে।

site