• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পড়াশোনা ছেড়ে আদিলের সাথে বিরিয়ানি বানাচ্ছে গুনগুন! রেগে সকলের সামনেই ক্ষোভ প্রকাশ সৌজন্যের

স্টারজলসার জনপ্রিয় সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। শুরুর দিকে সর্বাধিক জনপ্রিয় থাকলেও বর্তমানে দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে সিরিয়ালটি। সিরিয়ালের গুনগুন আর সৌজন্যকে নিয়েই মূল গল্প। গুনগুনের পাগলামির সাথে সৌজন্যের গম্ভীরভাব সাথে গোটা পরিবারের হৈ হুল্লোড় এই নিয়েই দিব্যি দর্শকদের মন জয় করছিলো খড়কুটো। কিন্তু বর্তমানে কেমন যেন জটিল হয়ে পড়ছে সিরিয়ালের চিত্রনাট্য।

সিরিয়ালে আগের মত সেই হৈ হুল্লোড় আর নেই। কখনো ভজনবাবুর টাকা ধারের রহস্য তো কখনো বাড়িতে অজানা এক চরিত্রেই প্রবেশ। এই সমস্ত কিছু নিয়ে কেমন যেন খেই হারিয়েছে সিরিয়াল। এমনটাই মন্তব্য সিরিয়ালের দর্শকদের। আসলে বর্তমানে খড়কুটো পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটেছে। পটকা বাদে বাড়ির কেউই তাকে চেনে না। এদিকে ছেলেটি আবার মুসলমান, যদিও সেসব নিয়ে কারোর মাথা ব্যাথা নেই।

   

Soujanyo insults gungun

সন্দেহের কারণ হল পটকার সাথে নাকি আদিলের রক্তের সম্পর্ক রয়েছে। অথচ আদিলকে এর আগে বাড়ির কেউই কখনো দেখেনি। তাহলে এতো গভীর সম্পর্কটা কিসের? এই রহস্য উৎঘাটনে নেবে আসল ব্যাপার জানতে পেরেছে গুনগুন। কিন্তু পটকার অনুরোধে সত্যিটা এখনই সকলের সামনে না আনার কথায় রাজি হয় সে। ইতিমধ্যেই আদিলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়েছে গুনগুনের। যেটা সৌজন্যের চোখে একেবারেই ভালো নয়।

সামনেই গুনাগুনের পরীক্ষা অথচ আদিলের সাথে বিরিয়ানি বানিয়েছে গুনগুন। আর সেই বিরিয়ানি যখন বাড়ির সকলকে খাওয়ানো হচ্ছে তখনি সৌজন্যকে গুনগুন বিরিয়ানি খাওয়াতে গেলেই বাধে বিপত্তি। বলতে গেলে রেগে লাল হয়ে ক্ষোভে ফেটে পরে সৌজন্য।

গুনগুনকে বলে পড়াশোনা ছেড়ে দিতে, কারণ ফেল করার থেকে পড়াশোনা না করাই বেশি ভালো বলে সে মনে করে। এদিকে গুনগুনের হয়ে সাফাই গাইতে গেলে আদিলকেও অপমানের সুরেই কথা শুনিয়ে দেয় সৌজন্য। যা দেখে বাড়ির সকলেই খানিক চমকে গিয়েছে। এবার আগে কি হতে চলেছে সেটাই দেখার।

site