একই ছবিতে বলিউডের তিন নামী অভিনেতা। এই তিন অভিনেতা আর কেউ নন, বরং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুপম খের (Anupam Kher) এবং বোম্যান ইরানি (Boman Irani)। একসঙ্গে এবার বক্স অফিসে ঝড় তুলতে আসছেন বলিউডের এই তিন বর্ষীয়ান অভিনেতা। তাঁদের একসঙ্গে ‘উঁচাই’ (Uunchai) ছবিতে দেখা যাবে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ একেবারে তুঙ্গে রয়েছে। এবার পরিচালক সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya) ছবি মুক্তির দিন ঘোষণা করলেন।
দীর্ঘ ৭ বছর বলিউড থেকে দূরে থাকার পর সুরজ এই ছবির মাধ্যমে কামব্যাক করছেন। ২০১৫ সালে শেষবারের মতো ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির পরিচালনা করেছিলেন তিনি। এবার ফের ‘উঁচাই’এর হাত ধরে কামব্যাক করছেন সুরজ।
অমিতাভ, অনুপম এবং বোম্যান ছাড়াও এই ছবিতে দেখা যাবে, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া, সারিকা এবং ড্যানি ডেনজোংপার মতো শিল্পীদের। গত বছর নেপালে ছবির শ্যুটিং হয়েছিল। তিন বন্ধুর কাহিনী দেখানো হবে ‘উঁচাই’য়ে। আর বলাই বাহুল্য, এই তিন বন্ধু হলেন বলিউডের তিন নামী অভিনেতা।
সুরজ এই ছবির পরিচালনার সঙ্গেই প্রযোজনাও করছেন। তিনি জানিয়েছেন, বহু প্রতীক্ষিত এই সিনেমা আগামী ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, এই দিনেই বড় পর্দায় মুক্তি পাবে আরও দুই বিগ বাজেট ছবি। ফলে এই তিন ছবির লড়াইয়ে শেষ পর্যন্ত কোন ছবি বাজিমাত করে, সেটাই দেখার।
‘উঁচাই’এর সঙ্গেই একইদিনে মুক্তি পাবে সিদ্ধার্থ মলহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না অভিনীত ‘যোদ্ধা’ ছবিটি। এই অ্যাকশন ফিল্মটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস। উল্লেখ্য, সিদ্ধার্থের ছবি রিলিজের দিনক্ষণ আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেকথা জেনেই সুরজ ১১ নভেম্বর দিনটিকে বেছেছেন।
অপরদিকে ‘যোদ্ধা’ এবং ‘উঁচাই’এর সঙ্গেই একই দিনে মুক্তি পাবে মারভেল এর আগামী ছবি ‘ব্ল্যাক প্যান্থারঃ ওয়াকান্ডা ফরেভার’। ইংরেজি, হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষাতেও ছবিটি মুক্তি পাবে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার সিক্যুয়েল এটি।