• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুজি আর সবজি দিয়ে তৈরী জলখাবার ছোটরাও খাবে চেটেপুটে, রইল হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি

Published on:

Halthy Tasty Breakfast Recipe with Sooji and Sabji

দিনের শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে গোটা দিনটাই বেশ ভালো কাটে। এই কথাটা আলাদা করে বোঝানোর কিছুই নেই। সকালের জলখাবারটা যদি টেস্টি আর হেলদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। কিন্তু ঝটপট টেস্টি আবার হেলদি রান্না বেশ কঠিন বিষয় মনে হয়।  চিন্তা নেই আপনাদের মুশকিল আসন করতে আজ আমরা নিয়ে হাজির করেছি দুর্দান্ত স্বাদের সুজি দিয়ে জলখাবার তৈরির রেসিপি (Sooji Sabji Healthy Breakfast Recipe)।

Halthy Tasty Breakfast Recipe with Sooji and Sabji

সুজি আর সবজি দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট তৈরির রেসিপি :

১. সুজি
২. দই
৩. পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি
৪. গাজর কুচি, ধনেপাতা কুচি
৫. বেবিকর্ন
৬. চিলিফ্লেক্স
৭. বেকিং পাউডার
৮. পরিমাণ মত নুন
৯. নামমাত্র তেল

সুজি আর সবজি দিয়ে হেলদি টেস্টি ব্রেকফাস্ট তৈরির পদ্ধতিঃ

➥ দুর্দান্ত সহজ অথচ টেস্টি রান্নার জন্য প্রথমেই ১ কাপ সুজি আর এককাপের চারভাগের একভাগ দই ও সামান্য জল দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর সেটাকে ঢাকা দিয়ে ১৫ মিনিট মত রেখে দিতে হবে। এতে করে সুজির দানা গুলো ফুলে যাবে।

Halthy Tasty Breakfast Recipe with Sooji and Sabji

➥ ১৫ মিনিট পর সুজি দইয়ের মিশ্রণের ঢাকনা খুলে একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি আর বেবিকর্ন যোগ করতে হবে।

➥ এরপর পরিমাণ মত চিলি ফ্লেক্স  বা কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে  নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়া পর সামান্য জল জল যোগ করে মিশ্রণটাকে সামান্য পাতলা করে নিতে হবে।

Halthy Tasty Breakfast Recipe with Sooji and Sabji

➥ জল যোগ করার পর এক চিমটি বেকিং সোডা দিয়ে মিক্স করে নিতে হবে। এভাবেই ব্যাটার তৈরী করে নিতে হবে।

Halthy Tasty Breakfast Recipe with Sooji and Sabji

➥ এবার কড়ায় বা ফ্রাইং প্যানে নামমাত্র তেল দিয়ে ভালো করে ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে ২ মিনিট রেখে উল্টো দিকেও ২ মিনিট কম আছে রান্না করে নিলেই তৈরী দুর্দান্ত স্বাদের সুজি ও সবজি দিয়ে পরোটা, যেটা বাচ্চারাও খেতে ভালোবাসবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥