• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এশিয়ার সেরা তারকা তালিকার শীর্ষে সোনু সুদ ,প্রথম পঞ্চাশে প্রভাস

Published on:

এশিয়ার খ্যাতনামা সেলিব্রেটিদের তালিকায় প্রথম স্থানে সোনু সুদ! এমনটাই খবর ব্রিটেনের ইস্টার্ন আই পত্রিকার সূত্রে। এশিয়ার ৫০ জন বিখ্যাত সেলেবকে হারিয়ে যেভাবে ২০২০ সালে প্রথম স্থানে উঠে এসেছেন সোনু, তাতে অবাক হয়েছে বলিপাড়া। যদিও অনেক নেটিজেনদের মতে, যেভাবে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছিলেন সোনু, তাতে এই সম্মান তাঁর প্রাপ্য। সেলেব তালিকার প্রথম পঞ্চাশে জায়গা করে নিয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস-ও।

এমনতর সম্মান পাওয়ার পর সোনু সুদ জানিয়েছেন, “একজন নাগরিক হিসেবে দেশের মানুষদের সাহায্য করা আমার কর্তব্য ছিল এবং তাই আমি করেছি। লকডাউনে আমাদের প্রত্যেকেরই উচিত ছিল এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আশা রাখি, জীবনের শেষদিন অবধি এভাবেই মানুষের জন্য কাজ করে যেতে পারব। এই সম্মান শুধুই জনগণের ভরসা আর ভালোবাসার ফল।”

ইস্টার্ন আই পত্রিকার সূত্রে জানান হয়েছে, করোনা মহামারীর মধ্যেও যেসকল সেলিব্রেটি শুধুমাত্র তাঁদের খ্যাতির মধ্যে আটকে না থেকে মানুষকে সাহায্য করেছেন এবং বাঁচার নতুন দিশা দেখিয়ে সার্বিক সমাজের উন্নতির লক্ষ্যে কাজ করে গিয়েছেন, এই অনুযায়ী এই সম্মান দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও তাঁদের পছন্দের সেলেবদের নির্বাচন করার সুযোগ পেয়েছেন।

ইস্টার্ন আই এন্টারটেইনমেন্ট-এর এডিটর আসজাদ নাজির জানিয়েছেন, “লকডাউনের আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করে বা আর্থিক সাহায্যের মাধ্যমে পুনরায় ঘুরে দাঁড়াতে যেভাবে কাজ করে গেছেন সোনু, তাতে তাঁর এই পুরস্কার প্রাপ্য ছিল। আমার মতে, অ্যাকাডেমির ‘দ্য জিন হারশলট হিউম্যানিটেরিয়ান পুরস্কার’-এর সত্যিকারের দাবিদার সোনুই।” জানা গেছে, লকডাউনে মানুষকে উদ্বুদ্ধ ও একইসাথে বিনোদনের স্বাদ দেওয়ার জন্য কানাডার ইউটিউবার লিলি সিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥