• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার এক দুজনকে নয়, পুরো একটি গ্রামকে এইভাবে সাহায্য করলেন সনু সুদ !

Published on:

Sonu Sood

করোনা সংকটকালে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড অভিনেতা সোনু সুদকে (Sonu sood)। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷ আবার তার ভালো কাজের জন্য অসংখ্য ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে, কিন্তু তার যথাযথ উত্তর দিতেও ছাড়েননা অভিনেতা।

সম্প্রতি সন্তোষ চৌনম নামের একটি টুইটার ব্যবহারকারী সোনু সুদকে ট্যাগ করে লিখেছিলেন, “গ্রামে ৩৫টি মেয়ে আছে যাদের জঙ্গলের মধ্যে দিয়ে ৮ থেকে ১৫ কিলোমিটার ভ্রমণ করতে হয়। জায়গাটা নকশালদের দখলে, তাই তাদের পরিবারও খুব চিন্তায় থাকেন। আপনি যদি প্রত্যেকের জন্য একটি করে সাইকেলের ব্যবস্থা করতেন তবে ওদের ভবিষ্যতে খুব উন্নতি হত। ” এই ট্যুইটের প্রতিক্রিয়া জানিয়ে সোনু সুদ লেখেন, “গ্রামের প্রতিটি মেয়ের সাইকেল থাকবে এবং প্রতিটি মেয়েই লেখাপড়া করবে। তাদের পরিবারকে বলুন .. সাইকেল পৌঁছে যাচ্ছে, কেবল চা প্রস্তুত রাখতে।”

অভাবীদের ভগবান সোনু সুদ। কিন্তু ভালো কাজ করলেও সমালোচকের তো অভাব হয়না। সম্প্রতি, সোনু সুদকে ট্রোল করে আর এক টুইটার ব্যবহারকারী লেখেন, “স্যার আমি মলদ্বীপ যেতে চাই, আমায় সাহায্য করুন” (স্যার, মুঝে মালদ্বীপ জান হ্যায়, পাহাঁচা কে দো না।) অভিনেতাও তার উওরে হিন্দিতে সপাটে জবাব দেন, “আপনি সাইকেলে যেতে চান না রিক্সায়?” (সাইকেল পে জাওগে কে রিকশা পে ভাই)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥