সত্যিই গরিবের ভগবান সোনু সুদ (Sonu Sood)। গতবছর লকডাউনের সময় থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সিনেমায় ভিলেনের চরিত্রে থাকলেও বাস্তবে হিরো বলতে এখন অসহায় মানুষদের কাছে একটাই নাম সোনু সুদ। কখনো আটকে পড়া শ্রমিক থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া তো কখনো গোটা গ্রামের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা।
কখনো কারোর বাবার অপারেশন তো কখনো কারোর মায়ের চিকিৎসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু সুদ। এরপরেও থেমে থাকেন নি তিনি। অসহায় মানুষদের জন্য সর্বদাই নিজের হাত বাড়িয়ে চলেছে প্রতিমুহূর্তে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সোনুসুদ, অথচ লোকের সাহায্যের কথা ভোলেননি। এরপর সুষ্ঠ হয়ে উঠেছেন তিনি। আর সুস্থ হয়ে ফের লেগে পড়েছেন লোকেদের সাহায্যের জন্য।
কোনো রাজনৈতিক সাহায্য ছাড়া, স্বার্থহীন ভাবে অভিনেতার কাজ দেখে আপ্লুত দেশবাসী। অনেকে অভিনেতাকে প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চেয়েছেন। তাকে ভগবানের মত শ্রদ্ধা করতে শুরু করেছেন দেশবাসী। ইতিমধ্যেই তৈরি হয়েছে সোনু সুদের মন্দিরও।
View this post on Instagram
এবার ফের সোনু সুদকে সম্মান জানিয়ে, অভিনেতার বিরাট মাপের পোস্টার দুধ দিয়ে ধুইয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রীকলহস্তির চিত্তুর জেলার অনুরাগীরা। অভিনেতাকে ধন্যবাদ জানাতেই এই কাজ করেন ভক্তরা। সেই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি চোখে পড়েছে সোনুরও। এই ভিডিও চোখে পড়তেই অভিনেতা লেখেন, ‘আপ্লুত’।