সত্যিই গরিবের ভগবান সোনু সুদ (Sonu Sood)। গতবছর লকডাউনের সময় থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সিনেমায় ভিলেনের চরিত্রে থাকলেও বাস্তবে হিরো বলতে এখন অসহায় মানুষদের কাছে একটাই নাম সোনু সুদ। কখনো আটকে পড়া শ্রমিক থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া তো কখনো গোটা গ্রামের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা।
কখনো কারোর বাবার অপারেশন তো কখনো কারোর মায়ের চিকিৎসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু সুদ। এরপরেও থেমে থাকেন নি তিনি। অসহায় মানুষদের জন্য সর্বদাই নিজের হাত বাড়িয়ে চলেছে প্রতিমুহূর্তে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সোনুসুদ, অথচ লোকের সাহায্যের কথা ভোলেননি। এরপর সুষ্ঠ হয়ে উঠেছেন তিনি। আর সুস্থ হয়ে ফের লেগে পড়েছেন লোকেদের সাহায্যের জন্য।
সম্প্রতি বেঙ্গালুরুর এক হাসপাতালে থাকা ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু সুদ। এমনিতেই গোটা দেশে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। আর বেঙ্গালুরুর এক হাসপাতালেও এই একই সমস্যা দেখা দেয়। হাসপাতালে করোনা রোগী ভর্তি থাকা অবস্থায় অক্সিজেনের ঘাটতি শুরু হয়। তখন এক পুলিশ সোনু সুদের হেল্পলাইনে ঘটনার কথা জানাতেই তৎক্ষণাৎ সাহায্যে নেমে পড়েন সোনু সুদ।
খুব দ্রুত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা উপস্থিত হয় হাসপাতালে। এরপর অক্সিজেন দিয়ে ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচিয়ে দেন সোনু সুদ ও তার টিম। তবে দুঃখের বিষয় হল যে পুলিশ অফিসার ফোন করার আগেই ২ জন মারা গিয়েছিলেন। কিন্তু সোনু সুদ ও তার টিম যদি সময়মত অক্সিজেন নিয়ে না হাজির হতেন তাহলে বাকিদের বাঁচানো সম্ভব হত না।
এবিষয়ে সোনু সুদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা বিষয়টি যাচাই করে কাজে লেগে পড়ি। একমুহূর্তের দেরি কারোর প্রিয়জনকে কেড়ে নিতে পারে। এরপর যত দ্রুত সম্ভব আমি সেখানে পৌঁছাই। তবে এক্ষেত্রে পুলিশের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ’।