• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার শেষ নিঃস্বাস পর্যন্ত মানুষের উপকার করে যাব! জন্মদিনে কথা দিলেন সোনু সুদ

Published on:

Sonu Sood promises to help people in need on birthday,Sonu Sood,সোনু সুদ,Sonu Sood Birthday

সোনু সুদ (Sonu Sood) বাস্তবের সুপারহিরো। গতবছর করোনাকালে দেশজুড়ে লকডাউন (Lockdown) চলাকালীন অসংখ্য অসহায় মানুষের দিকে ভগবানের মতোই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। গোটা দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছিলেন মসিহা হয়ে। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাস, ট্রেনের ব্যবস্থা করা থেকে শুরু করে অসংখ্য মানুষের জন্য মাস্ক,স্যানিটাজারের মতো প্রয়োজনীয় একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন রূপালী পর্দার এই খলনায়ক।

তাই আর পাঁচ সেলিব্রেটিদের মতো রূপোলি পর্দায় পিছনে থেকে নয় অসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যেমন তাঁদের ঘরের ছেলে হয়ে উঠতে পেরেছেন তেমনি হয়ে উঠেছেন মাসিহা। যা না চাইতেই তাঁকে দিয়েছে অসংখ্য মানুষের খাঁটি ভালোবাসা,শ্রদ্ধা আর আশীর্বাদ। যা বোধহয় দেশের তাবড় সেলিব্রেটিরা নিজেদের গোটা অভিনয় জীবন দিয়েও অর্জন করতে ব্যর্থ হবেন।

Sonu Sood

গতকাল অর্থাৎ শুক্রবার ৩০ জুলাই ছিল বাস্তবের এই সুপারহিরো সোনু সুদের ৪৮ তম জন্মদিন (Birthday)। আর তাই প্রিয় মানুষের জন্মদিনটাকে উৎসবের মতো করে পালন করতে গতকাল সকাল থেকেই অভিনেতার বাড়ির সামনে নেমেছিল অসংখ্য মানুষের ঢল। কারও হতে ছিল ফুল, চকলেট তো কারও হাতে চকলেট কেক। ভক্তদের আনা সেই কেক কেটেই গতকাল নিজের জন্মদিন উদযাপন করেছিলেন সোনু।

তবে বাড়ির সামনে নানান উপহার সাজিয়ে সামিল হওয়া ভক্তদের ভীড়ে নায়কের চোখ আটকে যায় একজনের দিকে তাকে। দেখা যায় প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একহাতে সাদা ক্যানভাস আর এক হাতে হলুদ রঙ নিয়ে হাজির হয়েছেন এক যুবক। হাতে থাকা সেই হলুদ রঙ জিভের ডগায় নিয়েই সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন সোনু সুদের মুখের অবয়ব। আর গোটা ঘটনাটাই ভক্তের একেবারে পাশে দাঁড়িয়েই সচক্ষে দেখলেন অভিনেতা। আর চোখের সামনে এমন দৃশ্য দেখে উপস্থিত অনান্য ভক্তদের শুরু হয়ে যায় মোবাইল ক্যামেরায় মুহুর্ত বন্দীর পালা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিভের ডগা দিয়ে সোনু সুদের ছবি এঁকে ভক্তের শুভেচ্ছা জানানোর সেই ভিডিও। যদিও নেটিজেনদের দাবি সোনু গোটা লকডাউনে একেবারে নিঃস্বার্থভাবে যেভাবে দেশবাসীর পাশে থেকেছেন, তাঁর জন্য ফ্যানের এই প্রেম নিমিত্তমাত্র। কারণ সোনু এখন সকলের কাছে শুধু মাত্র সেলিব্রেটি নন তিনি এখন সকলের কাছে ‘মসিহা’।জন্মদিনের শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সবাইকে সাহায্য করার আর্জি জানিয়ে সোনু লিখেছেন, ‘আমার জন্মদিনে অঙ্গীকার করছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভাবী মানুষদের পাশে দাঁড়াব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥