সেলিব্রিটিদের কুললুকে চোখে কালো চশমা দিয়েই দেখতে অভ্যস্থ সাধারণ মানুষ। সেলেবরা সর্বদাই সাধারণের নাগালের বাইরে, দূর দেখেই তাদের দর্শনে মুগ্ধ হন সাধারণ ভক্তগণ। সেই জায়গায় দাঁড়িয়ে সেলেবের চেনা ঘেরাটোপ থেকে বেরিয়ে সাধারণের কাছে ভগবানের প্রেরিত দূত হয়ে উঠেছেন জনপ্রিয় বলিউড সেলিব্রিটি সোনু সুদ (Sonu Sood)। গত বছর থেকে সেলেব সোনু সুদ সাধারণের কাছে মসিহা হয়ে উঠেছেন। নিজে সর্বতোভাবে জন সাধারণের পাশে, সর্বহারাদের পাশে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করে গেছেন। কখনো কাউকে নিরাশ করতে চাননি তিনি। তাঁর কাছে এখন সাধারণের পশে দাঁড়ানোই যেন জীবনের একমাত্র ব্রত হয়ে দাঁড়িয়েছে।
সোনু সুদের এহেন বিভিন্ন কাজ-কর্মের জন্য তিনি বারংবার প্রশংসিত হয়েছেন অনুরাগীদের কাছে। তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন মানুষকে সাহায্য করতে। তার প্রচেষ্টায় বহু জীবন বেঁচে গেছে। বহু মানুষের কপালের চিন্তার রেখা মুছে গেছে, মুখে এক চিলতে প্রশস্তি ফুটে উঠেছে। অনেককে তিনি চেষ্টা করেও বাঁচিয়ে তুলতে পারেননি। তার জন্য তিনি মনে মনে ভেঙেও পড়েছিলেন। এমনি একজন হলেন নাগপুরের বাসিন্দা ভারতী দেবী উনি কোভিড পজিটিভ হওয়ার পরবর্তীতে সোনু সুদের কাছে সাহায্য প্রার্থনা করলে, কোনো কিছু চিন্তা না করেই সোনু ঝাঁপিয়ে পড়েন তাকে সাহায্য করতে।
নিজে দায়িত্ব নিয়ে নাগপুর থেকে তাকে এয়ার এম্বুলেন্স করে হায়দ্রাবাদে চিকিৎসার জন্য পাঠান। কিন্তু এতো চেষ্টার পরেও মহিলাকে বাঁচানো সম্ভব হয় নি। তার মৃত্যুতে সোনু ভেঙে পড়েছিলেন ঠিকই, তবে নিজেকে দমিয়ে রাখেননি তিনি আবারো অনেকের উপকারে এগিয়ে গেছেন তিনি বারংবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইন্সটা ওয়াল এ অভিনেতার বাড়ির সামনের তোলা একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। অনুরাগীদের করা প্রতিটি উক্তি অভিনেতার প্রতি অনুরাগীদের শ্রদ্ধা কতটা তা নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গাই রাখে না। অভিনেতার প্রতিটি কাজকে, এভাবে সাধারণের পাশে দাঁড়ানোকে অনুরাগীরা অত্যন্ত শ্রদ্ধা করেন।
View this post on Instagram