• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চিরঞ্জীবীর সাথে পাল্লা দিয়ে এবার থিয়েটার কাঁপালেন সোনু সুদ! এন্ট্রি মারতেই উড়ল টাকা, বাজল ‘সিটি’

সোনু সুদ,sonu Sood,Acharaya,আচার্য,বলিউড,Bollywood,chiranjeevi,চিরঞ্জিবী

বাস্তবে সাধারণ মানুষের কাছে তিনি ভগবান। দিনের পর দিন তিনি পিছিয়ে পড়া মানুষের জন্য নিজের সবটুকু উজার করে দিয়েছেন। কথায় আছে যার কেউ নেউ তার ভগবান আছেন। হয়ত সেই ভগবানই কখনও রক্ত মাংসের মানুষ রূপে নেমে আসেন মানুষের উপকারে। এমনই এক অবতার বলিউড তথা দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। কেউ কোনোও বিপদে পড়েছে আর সোনু সুদকে জানিয়েও কোনোও সাহায্য পায়নি এই ঘটনা বিরল।

মূলত বলিউড সিনেমায় খল চরিত্রেই অভিনয় করতেন অভিনেতা। তবে গত বছর করোনা মহামারীর সময় থেকে অসহায় মানুষদের পাশ দাঁড়িয়ে একপ্রকার গরিবের মাসিহা হয়ে গিয়েছেন সোনু। পছন্দের এই অভিনেতাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা।

সোনু সুদ,sonu Sood,Acharaya,আচার্য,বলিউড,Bollywood,chiranjeevi,চিরঞ্জিবী

রিয়েল লাইফের এই হিরো এবার কামব্যাক করেছেন বড় পর্দায়। সম্প্রতি, মুক্তি পেয়েছে কোরাতলা শিভা পরিচালিত ছবি ‘আচার্য’। এই বহু প্রতীক্ষিত ছবিতে সোনু ছাড়াও রয়েছেন দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী ও রামচরণ। এই ছবিতেও খলনায়কের ভূমিকাতেই অভিনয় করেছেন সোনু। সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, ‘আচার্য’ ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকরা কতটা তাকে মেনে নেবে তা ভীষণই চিন্তার বিষয়। নির্মাতারাও ভেবেছিলেন, সোনুকে খলনায়ক হিসেবে হয়ত মানতে পারবেন না দর্শকেরা৷ কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা।

সোনু সুদ,sonu Sood,Acharaya,আচার্য,বলিউড,Bollywood,chiranjeevi,চিরঞ্জিবী

ভিলেন হয়েই সোনু পর্দায় এন্ট্রি নিতেই হই হই রই রই কান্ড গোটা থিয়েটার জুড়ে৷ আচার্য ছবিতে ( acharya film ) সোনুর প্রবেশে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তাকে দেখে রীতিমতো নোটের ফোয়ারা ছুটিয়েছেন অনুরাগীরা৷

সোনু সুদ,sonu Sood,Acharaya,আচার্য,বলিউড,Bollywood,chiranjeevi,চিরঞ্জিবী

এদিন, সোনু সুদ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দর্শকদের উচ্ছ্বাস ঝরে পড়েছে। ভিডিওতে দেখা যায় যে সোনু ছবিতে প্রবেশের সাথে সাথে ভক্তরা শিস দিতে শুরু করে, পয়সা ওড়াতে শুরু করে। অন্য একটি ভিডিও ক্লিপে, দেখা যাচ্ছে অভিনেতার পোস্টার দুধ দিয়ে ধোয়াচ্ছেন। এমনকি পোস্টারের সামজে ড্রাম ও বাজাতে দেখা গিয়েছে তাদের। এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত অভিনেতাও।

 

সোনু এই প্রসঙ্গে বলেন, “আমার প্রিয় ভক্তরা, অনেক ধন্যবাদ, আমি আপনাদের সবাইকে আমার পরিবার বলে গর্বিত বোধ করছি। আমি এই ধরনের ভালবাসার যোগ্য নই তবে আপনার দয়া আমাকে আরও ভাল করতে অনুপ্রাণিত করে। সবাইকে ভালোবাসি।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥