• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিষ্পাপ মুখের এই শিশুই বলিউডের নামি গুন্ডা, দেখুন তো অভিনেতাকে চিনতে পারেন কি না!

বলিউড (Bollywood) নামটা শুনলেই সবার আগে মাথায় আসে গ্ল্যামারে ভরপুর একটা দুনিয়া যেখানে নায়ক নায়িকাদের ছড়াছড়ি। অবশ্য শুধু নায়ক  বললে ভুল হবে সিনেমায় শুধু নায়ক নয় খল নায়ক, খল নায়িকা থেকে পার্শ্ব চরিত্ররাও অনেকক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বলিউডে আসার সময় সবার মনের মধ্যেই হিরো হওয়ার আশা থাকে। আর জনপ্রিয় অভিনেতাদের পর্দায় বাইরের বাস্তবের জীবন সম্পর্কে জানার জন্য সর্বদাই উৎসুক থাকে। আজ আপনাদের সাথে এমন এক অভিনেতার সম্পর্কে আলোচনা করবে যে খলনায়ক ও নায়ক উভয়ই।

ভাবছেন এটা আবার কেমন কথা হল! আসলে ছবিতে যে ছোট্ট শিশুটিকে দেখা যাচ্ছে সেই কিন্তু আজ বলিউডের জনপ্রিয় অভিনেতা। এমনকি বলিউডের গুন্ডা হিসাবেও তাকে আমরা সকলে চিনি। অবশ্য শুধু বলিউড নয় দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। নিশ্চই জানতে ইচ্ছা করছে কে এই অভিনেতা? নাকি আপনিও এতক্ষণে ধরে ফেলেছেন?

   

Sonu Sood,Bollywood Gossip,Sonu Sood Childhood Photos,Sonu Sood Teenage Photos,সোনু সুদ,বলিউড গসিপ,বলিউডের খবর,Can you identify this photo

ছোট্ট এই শিশু আজ বলিউডের সমস্ত অভিনেতাদের মাঝে থেকেও বেশ জনপ্রিয়। একসময় বলিউডের ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে জীবনে কিন্ত তিনি হিরো। লকডাউনে যখন অসহায় মানুষেরা দিশেহারা হয়ে পড়েছিল, সেই সময় তিনি তাদের পাশে দাঁড়ান। সেই থেকে আজও মানুষের সাহায্যের জন্য কাজ করে চলেছেন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন ছোট্ট এই শিশুটি আসলে সোনু সুদ (Sonu Sood)।

Sonu Sood,Bollywood Gossip,Sonu Sood Childhood Photos,Sonu Sood Teenage Photos,সোনু সুদ,বলিউড গসিপ,বলিউডের খবর,Can you identify this photo

বর্তমানে অভিনেতার বয়স ৪৮ বছর। তবে এই বয়সেই তিনি গরিবের মাসিহাতে পরিণত হয়েছেন। তাঁর নাম মন্দির পর্যন্ত তৈরী হয়ে গিয়েছে। অভিনেতা ১৯৭৩ সালের ৩০শে জুলাই পাঞ্জাবের মোগাতে জন্মগ্রহণ করেছিলেন। এরপর নাগপুরে পড়াশোনা আর তারপর অভিনয় জগতে আসা। অভিনেতা ২৩ বছর বয়সে বিয়ে করেন, তাঁর দুই সন্তানও রয়েছে।

Sonu Sood

শুধু  হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রিতেই নয়, তামিল, তেলেগু, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন অভিনেতা। বলিউডের ছবিতে মূলত খলনায়ক চরিত্রেই দেখা গিয়েছে অভিনেতাকে। সেরা খলনায়ক হওয়ার জন্য নন্দী পুরস্কার জিতেছেন অভিনেতা। তবে তিনি যে বাস্তবে একজন দারুণ মনের মানুষ সেটা নিজের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করে দিয়েছেন।