• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নাচ-গান ছেড়ে রোম্যান্স দেখানো হয় বেশি’, বর্তমানের রিয়ালিটি শোয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সোনু নিগমের

Published on:

সোনু নিগম,রিয়ালিটি শো,গানের রিয়ালিটি শো,প্রতিযোগীদের প্রেম,রিয়ালিটি শোয়ের রোম্যান্স,Sonu Nigam,Reality Show,televison reality shows,Romance on Reality show,romance for TRP

টেলিভিশনের পর্দায় দর্শকদের বিনোদনের জন্য সিরিয়াল ছাড়াও একাধিক রিয়ালিটি শো (Television Reality Show) দেখতে পাওয়া যায়। এই রিয়ালিটি শোয়ের মধ্যে কিছু নাচের তো কিছু গানের। তবে নাচ-গান ছাড়াও ভরপুর কমেডি থেকে রোম্যান্স সবই দেখা যায়, এক কথায় ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। কারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে টিআরপি (TRP) বাড়াতে হবে, সেটা না হলেই সমস্যা! আর এসবের মাঝে বহুবার দেখা যায় প্রতিযোগিতায় নাচ/গানের থেকে বাকি জিনিসগুলোই বেশি হয়ে যায়।

রিয়ালিটি শোয়ের এই ট্রেন্ড এর সাথে একেবারেই আপোষ করতে রাজি নন বিখ্যাত গায়ক সোনু নিগম (Sonu Nigam)। সম্প্রতি টেলিভিশনের পর্দায় চলতে থাকা কিছু রিয়ালিটি শোয়ের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গায়ক হিসাবে সোনু নিগমের খ্যাতি বিশ্ব জোড়া। বাংলা থেকে হিন্দি একাধিক গানের রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারক হিসাবে থেকেছেন তিনি। তবে স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলতে পছন্দ করেন তিনি, সেটা শুনতে ভালো হোক বা কটু।

সোনু নিগম,রিয়ালিটি শো,গানের রিয়ালিটি শো,প্রতিযোগীদের প্রেম,রিয়ালিটি শোয়ের রোম্যান্স,Sonu Nigam,Reality Show,televison reality shows,Romance on Reality show,romance for TRP

একসময় দুর্দান্ত সমস্ত হিট গান উপহার দিয়েছিলেন বলিউডে। সেই থেকেই দর্শক তথা শ্রোতাদের হৃদয়ে রয়েছেন সোনু নিগম। কিন্তু বলিউডে খ্যাতি পেলেও বহুদিন আগেই অভিমান নিয়ে সরে এসেছেন ইন্ডাস্ট্রি থেকে। কারণ হিসাবে যেমনটা জানা যায়, বিখ্যাত গায়ক হওয়া সত্ত্বেও বলিউডে কাজ পেতে হলে অডিশন দিতে হয়। একজন নামি শিল্পী হিসাবে এটা অপমানজনক হিসাবেই মনে হয়েছে তাঁর।

বর্তমানে তাকে আর কোনো বলিউডের ছবির জন্য প্লে ব্যাক করতে দেখা যায় না। বরং কখনো সখনও রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে। তবে এযুগের রিয়ালিটি শোয়ের সাথে নিজেকে মোটেই খাপ খাওয়াতে পারছেন না তিনি। তাই শেষমেশ বিরক্তি প্রকাশ করে রিয়ালিটি শোয়ের নিয়মের বিরুদ্ধে সরব হলেন সোনু।

Sonu Nigam Says India has no National Language mentioned in constitution

তাঁর মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে শোয়ের টিআরপি বাড়াতে প্রতিযোগীদের মধ্যে রোম্যান্স টেনে আনা হয়। গান ছেড়ে প্রতিযোগিতার মূল সেন্টার অফ অ্যাট্র্যাকশন হয় দাঁড়ায় রোম্যান্টিজম! এই বিষয়টাই একেবারে অপছন্দ সোনু নিগমের। তবে শুধু রিয়ালিটি শো নিয়ে মন্তব্য করেই থামেননি গায়ক। সাথে বলিউডের বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি।

সোনু বলেন, এখন বলি পরিচালকেরা নিজেদের ইচ্ছামত যা খুশি গান গাইয়ে নিচ্ছেন শিল্পীদের দিয়ে। এভাবে অসম্মানের সাথে কাজ করা তাঁর পোষায় না। তাই জন্যই তিনি বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সোনু নিগমের এই মন্তব্যের সাথে নেটিজেনদের অনেকেই সহমত হয়েছেন। বিশেষ করে রিয়ালিটি শোয়ের রোম্যান্স যে বেড়েছে সেটা স্বীকার করেছেন অনেকেই। তবে গায়কের মন্তব্যে যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সেটা বলা বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥